সস্তায় পুষ্টিকর ফোন নিয়ে এসে গ্যাজেট ওয়ার্ল্ডে চিন্তার ভাঁজ ফেলেছে ওপো। HD+ ডিসপ্লের প্রতিশ্রুতি দিলেও রিয়েল মি ওয়ান ফোনটির মত নেই 'full HD+' ডিসপ্লে নেই ফোনটিতে। এদিকে ১০ শতাংশ থেকে ফোনটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৩ ঘণ্টা। এদিকে ৯৯৯৯ টাকা Redmi Note 5 ফোনটিতে পেয়ে যাবেন সম্পূর্ণ HD+ ডিসপ্লে, তাহলে কেন কিনবেন Realme 2 ?
ফোনের গ্রাফিক্সের যা বন্দোবস্ত তাতে আপনার ভিডিও বা গেম খেলে পোষাবে না। একইসঙ্গে যদি অনেক ট্যাব খোলেন তাহলেও মুখ খুবড়ে পড়বে আপনার ফোন। এছাড়া কোনো অ্যাপ খুলতেও বেশ সময় নিয়ে থাকে Realme 2 । ফোনটির যা পরিকাঠামো তাতে হাত থেকে পড়ে যাওয়ার খুব সম্ভাবনা রয়েছে। অবশ্যই প্রয়োজন একটি ব্যাক কভারের।
তবে উল্লেখ্য এই কম দামে এইরকম নচ ডিজাইনের ১৯:৯ অ্যাসপেক্ট রেশিওর ফোন কিন্তু পাওয়া দুষ্কর। ফোনটি আউটলুকও নজর কাড়ার মত। ফোনটি ব্যাটারি ব্যাকআপ ৪২৩০ mAh। ফোনটিতে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস রেকগলনিশন রয়েছে সেটি বেশ চটজলদি খুলে দেয় ফোনকে। ফোন কিনতে সাধারণ গ্রাহকের যা প্রয়োজন হয়, বড়ো স্ক্রিন, লম্বা ব্যাটারি যার চার্জ যেন শেষ না হয়, আর বেশ ঝকঝকে ক্যামেরা, ঠিক এইগুলোই রয়েছে ফোনটিতে।
Realme 2 camera sample. (Image resized for web)
Realme 2 camera sample. (Image resized for web)
Realme 2 camera sample. (Image resized for web)
Realme 2 camera sample. (Image resized for web)
৬.২ ইঞ্চির ডিসপ্লে ও ডায়মন্ড কাট নকশা সঙ্গে ৮৮.৮ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও যা টেক্কা দিতে সক্ষম অন্যান্য ফোনগুলিকে। ক্রনিক গোরিলা গ্লাস থ্রি দিয়ে সুরক্ষিত থাকবে ফোনের ডিসপ্লে। ৩জিবি র্যাম/৩২ জিবি মেমোরি এবং ৪ জিবি র্যাম / ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি ভার্সনে পাওয়া যাবে ফোনটি।
এ ছাড়া Realme 2 ফোনটিতে দুটি রিয়ার ক্যামেরা কনফিগারেশন বৈশিষ্ট্যযুক্ত ১৩ ও ২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সঙ্গে থাকবে AI ফিচার, যা ছবির ২৯৬টি সংকেত সনাক্ত করতে সক্ষম। এদিকে, ফোনটি ৮ এমপি ফ্রন্ট লেন্সের সঙ্গে রয়েছে বোকে মোড।স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসরে চালিত ফোনটিতে থাকবে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম।