ভারতে লঞ্চ করল রিয়েলমি ৫ এবং রিয়েলমি ৫ প্রো। ফ্লিপকার্ট ও রিয়েলমি-র নিজস্ব ওয়েব সাইটে পাওয়া যাবে এই ফোন দুটি। চারটি রিয়ার ক্যামেরা এবং নতুন ডিজাইনে ভারতে এল ফোন দুটি। Realme 5 Pro স্পোর্টসে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। Realme 5-এ কোয়ালকাম স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রেসেসর রয়েছে।
রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ বলেন, রিয়েলমির ৫ সিরিজে কোম্পানি ৬৪ মেগাপিক্সেল কোয়াড-ক্যামেরা দিতে চলেছে। যেই ফোনের নাম হবে Realme XT. সেপ্টেম্বরের শেষের দিকে লঞ্চ হতে পারে এই ফোন।
Realme 5, Realme 5 Pro: Prices in India, launch offer, sale date:
ক্রিস্টাল গ্রিম, স্পার্কলিং ব্লু রঙে পাওয়া যাবে রিয়েলমি ৫ প্রো। 4GB RAM+64 ROM এর দাম হবে ১৩,৯৯৯টাকা, তবে 6GB RAM+64GB ROM মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। 8GB RAM+128GB ROM-এর দাম পড়বে ১৬,৯৯৯। ৪ সেপ্টেম্বর থেকে সেল শুরু হচ্ছে রিয়েলমি ও ফ্লিপকার্টে।
রিয়েলমি ৫ আসছে স্ক্রিস্টাল ব্লু এবং স্ক্রিস্টাল পার্পল রঙে। ২৭ অগাস্ট দুপুর ১২টা থেকে সেল শুরু হবে এই ফোনের। দোকানেও খুব তাড়াতাড়িও পাওয়া যাবে এই ফোন। 3GB RAM+32GB মডেলের দাম হবে ৯.৯৯৯টাকা। এদিকে 4GB RAM and 64GB ১০.৯৯৯ টাকায় এবং 4GB RAM+128GB-র মডেল পাওয়া যাবে ১১.৯৯৯টাকায়।
আরও পড়ুন, দশ হাজার টাকায় চার ক্যামেরার ফোন লঞ্চ করতে চলেছে রিয়েলমি
Realme 5, Realme 5 Pro: Design, Display
Realme 5 এবং Realme 5 Pro দুটোই নতুন হলোগ্রাফিক রঙ এবং ব্যাক কাটিং টেক্সচারে পাওয়া যাবে। তবে দুটো ফোনই আসছে প্লাস্টিক বডিতে। স্প্ল্যাশ রেসিস্ট্যান্ট ডিজাইনে পাওয়া যাচ্ছে দুটো মডেলই। হেডফোন জ্যাক ও ইউএসবি পোর্টেও রয়েছে এই সুবিধে। কোম্পানি অনুযায়ী, Realme 5 এবং Realme 5 Pro আদ্রতা, বৃষ্টি, স্প্ল্যাশ থেকে রক্ষা পাবে, তবে ফোন দুটি জলে ভিজে গেলে নিস্তার নেই অর্থাৎ ওয়াটার রেসিস্ট্যান্ট নয়।
Realme 5, Realme 5 Pro: Quad cameras
Realme 5 এ থাকবে f/১.৮ অ্যাপারচারের প্রাইমারি লেন্স, ১১৯ ডিগ্রী আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সুপার ম্যাক্রো লেন্স এবং প্রোট্রেট লেন্সের ক্যামেরা। ফিজিকাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে এবং ৫০০০ mAh ব্যাটারি ব্যাকআপ রেয়েছে এই ফোনে।
Realme 5 Pro তে ৪৮ মেগাপিক্সেলের Sony IMX586 এর প্রাইমারি লেন্স রয়েছে। 48MP সেন্সরে f/১.৮ অ্যাপারচারে লেন্স রয়েছে। 8MP ক্যামেরায় f/২.২৫ অ্যাপারচারের প্রাইমারি লেন্স, ১১৯ ডিগ্রী আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ফিল্ড ভিউ পাওয়া যাবে।
দুটো ফোনই অ্যান্ড্রয়েড পাইয়ের ColorOS 6.0 ভার্সনে আসছে। এছাড়াও 2.4G/5G ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০ থাকছে Realme 5 Pro and Realme 5-এ। ম্যাগনেটিক সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, জাইরো মিটার, গ্র্যাফিটি সেন্সর, অ্যাকক্লেরেসন সেন্সর ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধে রয়েছে এই ফোন দুটিতে।
Read the full story in English