রিয়েলমি ২০ নভেম্বর একসঙ্গে জোড়া ফোন লঞ্চ করতে চলেছে- Realme X2 Pro এবং Realme 5s। ফ্লিপকার্টে এক্সক্লুজিভলি লঞ্চ হবে Realme 5s। ই-কমার্স সাইট এই ফোনের ফিচার প্রকাশ্যে নিয়ে এসেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসরে চলবে এই ফোন।নীল, পার্পেল, ও লাল রঙে পাওয়া যাবে Realme 5s। Realme 5 Pro ফোনের মত রয়েছে ডায়মন্ড কাট ডিজাইন।
Realme 5s পাওয়া যাবে ৬.৫১ ইঞ্চির HD ডিসপ্লে, 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সঙ্গে ৫,০০০ mAh ব্যাটারি রয়েছে এই ফোনে। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ম্যাক্রো লেন্স রয়েছে ফোনের ক্যামোরায়।
আরও পড়ুন: অফুরন্ত ছাড় ভিভো ফোনে, সাধের ফোন কিনুন কমদামে
Read the full story in English