Advertisment

বাজেট কম, চিন্তা কিসের? নজরকাড়া লুকে Realme C51, সেরা পারফরম্যান্সে অপশন Redmi 12

সম্প্রতি লঞ্চ হয়েছে এই দুটি স্মার্টফোন।

author-image
IE Bangla Tech Desk
New Update
"Realme C51 vs redmi 12 4G, Realme C51 sale, Smartphone under Rs 10,000, smartphone under Rs 12,000, Smartphone under Rs 8,000, Realme launch price,Is Realme C51 a 5G phone, What is the price of Realme C51 in India 2023, What is the price of C51 in India, Redmi 12 4G sale, Redmi 12 5G phone sale, Redmi 12 sale 8 august, Redmi 12 discount, Redmi 12 3 lakh unit sold, Redmi 12, Redmi 12 4G price, Redmi 12 flipkart, Redmi 12 discount

Realme C51 বনাম Redmi 12: যদি আপনার বাজেট ১০হাজারের কম হয় তবে আপনার কাছে Redmi এবং Realme এর দুটি বিকল্প রয়েছে। সম্প্রতি লঞ্চ হয়েছে এই দুটি স্মার্টফোন।  

Advertisment

Realme সম্প্রতি একটি নতুন ফোন Realme C51 লঞ্চ করেছে। এই ফোনের দাম 8,999 টাকা রেখেছে এবং বাজেট রেঞ্জ অনুযায়ী এতে রয়েছে কিছু বিশেষ ফিচার দেওয়া হয়েছে। এই ফোনের সরাসরি প্রতিযোগিতা করছে Redmi 12 এর সঙ্গে। কারণ এর দামও 8,999 টাকা। দুটি ফোনেই রয়েছে 6.7-ইঞ্চি ডিসপ্লে ।

ডিসপ্লে: Realme C51-এ একটি 6.71-ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে, যার HD+ রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লে প্যানেলে 560 নিট উজ্জ্বলতা এবং 180Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে। অন্যদিকে, Redmi 12 4G সম্পর্কে বলতে গেলে, এটি একটি গ্লাস ব্যাক প্যানেলের সঙ্গে আসে। এই 4G ফোনে MediaTek Helio G88 প্রসেসর রয়েছে। এই ফোনটিতে 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.79-ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে।

প্রসেসর: Realme C51 অ্যান্ড্রয়েড ১৩- বেসড, রয়েছে অক্টা-কোর SoC T612 SoC প্রসেসর। Redmi 12 4G ফোন MIUI 14 অ্যান্ড্রয়েড ১৩ বেসড এই 4G ফোনে MediaTek Helio G88 প্রসেসর পাওয়া যাচ্ছে।

ক্যামেরা: Realme C51-এ ক্যামেরা হিসেবে ডুয়াল-ক্যামেরা সেটআপ রয়েছে। ক্যামেরা মডিউলটিতে একটি f/1.8 অ্যাপারচার এবং একটি AI লেন্স সহ একটি 50-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা রয়েছে। সেলফির জন্য ফোনটিতে একটি 5-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা f/2.0 অ্যাপারচার সহ আসে।

অন্যদিকে, Redmi 12 4G ফোনে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। এর স্পঙ্গে ফোনটিতে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য ফোনের সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: Realme C51 মডেলে রয়েছে 5000mAh ব্যাটারি। সঙ্গে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্যদিকে, Redmi 12 এর কথা বলতে গেলে, এই ফোনেও রয়েছে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, সঙ্গে রয়েছে ১৮ ফাস্ট চার্জিং সাপোর্ট।  

redmi realme
Advertisment