Advertisment

realme c65 5g: সবচেয়ে সস্তায় 5G স্মার্টফোন, বাজারে তোলপাড় ফেলল realme, দাম শুনলে চমকে উঠবেন!

সহজেই বাজার ধরতে নয়া কৌশল সংস্থার।

author-image
IE Bangla Tech Desk
New Update
"Realme C65 5G, Realme C65 5G launch, Realme C65 5G price, Realme C65 5G features, Realme C65 5G specs, Realme C65 5G price in India, Realme, Realme 5G Smartphone, Realme cheapest 5G Smartphone

সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন নিয়ে আসতে চলেছে Realme

সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন নিয়ে আসতে চলেছে Realme, সহজেই বাজার ধরতে নয়া কৌশল সংস্থার।
শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Realme C65 5G। এটি এখন পর্যন্ত Realme-এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন। কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে এই ফোনের দাম নিশ্চিত করেছে।

Advertisment

Realme C65 5G শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে। এটি হবে Realme-এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন। কয়েকদিন আগেই ভিয়েতনামে এই ফোন লঞ্চ করেছে কোম্পানি। Realme India তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই স্মার্টফোনটির বিষয়ে একাধিক তথ্য সামনে এনেছে। ফোনটির দামও নিশ্চিত করা হয়েছে। Realme C65 5G ভারতে 10,000 টাকার মধ্যে লঞ্চ করা হবে। বর্তমানে শুধুমাত্র লাভা এই রেঞ্জে ভারতে 5G স্মার্টফোন লঞ্চ করেছে। Realme-এর এই ফোন লাভা, itel, Infinix, POCO-এর মতো ব্র্যান্ডের এন্ট্রি লেভেল স্মার্টফোনের সঙ্গে কঠিন প্রতিযোগিতার আসরে নামবে।

Realme C65 তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে ভিয়েতনামে লঞ্চ হয়েছে – 6GB RAM + 128GB, 8GB RAM + 128GB এবং 8GB RAM + 256GB
এই ফোনের প্রারম্ভিক মূল্য VND 3,690,000 (প্রায় 12,000 টাকা)। এর অন্য দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে VND 4,290,000 (প্রায় 14,000 টাকা) এবং VND 4,790,000 (প্রায় 16,000 টাকা)।

Realme C65 5G-এর বৈশিষ্ট্য
Realme এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোনটিতে একটি 6.67-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। এই স্মার্টফোনের ডিসপ্লে ফুল এইচডি রেজোলিউশন সাপোর্ট করে। এই বাজেট ফোনটির ডিসপ্লে টিইউভি এসইউডি সার্টিফাইড। Realme-এর এই বাজেট স্মার্টফোনটিতে MediaTek Helio G85 প্রসেসর রয়েছে। এই ফোনটি 8GB RAM সহ 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সমর্থন করে। শুধু তাই নয়, এই Realme ফোনের RAM 8GB পর্যন্ত বাড়ানো যাবে।

এই ফোনের ইন্টারনাল স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত বাড়ানো যাবে। এই স্মার্টফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার সহ একটি 5000mAh ব্যাটারি রয়েছে। ফোনে কানেক্টিভিটির জন্য Bluetooth 5.3, GPS, Wi-Fi, 3.5mm অডিও জ্যাকের মতো ফিচার দেওয়া হয়েছে। এটি Android 14 বেসড OneUI 5.0 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Realme C65 5G এর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে একটি 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। এছাড়াও ফোনে একটি AI ব্যাকড ক্যামেরা পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এটিতে একটি 8MP ক্যামেরা রয়েছে।

realme
Advertisment