অবশেষে ভারতের বাজারে লঞ্চ হল Realme GT 2 Pro। এই নয়া স্মার্ট ফোনে রয়েছে 50MP ক্যামেরা এবং 12GB RAM। ভারতে Realme GT 2 Pro-এর 8GB/128GB মডেলের দাম ৪৯ হাজার ৯৯৯ টাকা এবং 12GB/256GB ভ্যারিয়্যান্টের দাম ৫২ হাজার ৯৯৯ টাকা। এটি একটি পেপার টেকনোলজি ডিজাইনের সঙ্গে বাজারে আনা হয়েছে। মোট দুটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে এই ফোন একটি সবুজ এবং অপরটি সাদা। সংস্থার দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে আফামী ১৪ এপ্রিল ১২ টা থেকে আপনি এই ফোন কিনতে পারবেন ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্টের মাধ্যমে।
Realme GT 2 Pro ফোনে রয়েছে একটি 6.7-ইঞ্চি 2K AMOLED LTPO 2.0 ডিসপ্লে যার রিফ্রেশ রেট, 120Hz এবং কনট্রাস্ট রেশিও 5,000,000:1 এই সঙ্গে টাচ স্যাম্পলিং রেট 1000Hz টার্বোচার্জড। এই ফোনে রয়েছে Qualcomm Snapdragon Gen1 চিপসেট। গ্রাফিক্সেরর জন্য এই ফোনে রয়েছে নেকস্ট-জেনারেশন Adreno GPU। হিট কমানোর জন্য এই ফোনে থাকছে স্টেইনলেস স্টিলের ভেপার চেম্বার। ফোনটিতে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
অপ্টিক্সের দিক থেকে এই ফোনে রয়েছে ট্রিপিল রিয়ার ক্যামেরা সেট আপ। যার মধ্যে f/1.8 অ্যাপারচার সহ একটি 50MP Sony IMX766 প্রাইমারি সেন্সর এবং OIS এবং EIS, একটি 50MP Samsung ISOCELL JN1 আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স 150-ডিগ্রি সহ , FoV, এবং একটি 40X মাইক্রোস্কোপ লেন্স। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে রয়েছে একটি 32MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে 5G, Wi-Fi 6e, Bluetooth 5.2, 360-degree NFC, GPS এবং একটি USB Type-C পোর্ট। এছাড়াও এই ফোনে রয়েছে একটি 5,000mAh ব্যাটারি সঙ্গে রয়েছে 65W ফাস্ট চার্জিং সাপোর্ট। Android 12 বেসড Realme UI 3.0 কাস্টম স্কিনে রান করবে এই ফোন। সেই সঙ্গে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর