Advertisment

Realme GT 7 pro: ১৬ জিবি র‍্যাম, ৬০০০ এমএএইচ ব্যাটারি! Realme লঞ্চ করতে চলেছে বছরের সেরা স্মার্টফোন

Realme GT 7 Pro ফোনে 1.5K রেজোলিউশন সহ একটি ডিসপ্লে থাকবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
realme gt 7 pro,realme gt 7 pro specifications

১৬ জিবি র‍্যাম, ৬০০০ এমএএইচ ব্যাটারি! Realme লঞ্চ করতে চলেছে বছরের সেরা স্মার্টফোন, তৈরি তো?

Realme Smartphone: Realme আসন্ন সিরিজ Realme GT 7-এ নিয়ে কাজ করছে। জুলাই মাসেই লঞ্চ হতে চলেছে নয়া এই স্মার্টফোন। যাতে স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট থাকতে পারে বলেই ফাঁস হওয়া তথ্য অনুসারে রিপোর্ট। এই বছরের শেষ নাগাদ ভারতে Realme GT 7 Pro লঞ্চ করতে চলেছে সংস্থা। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিতও করা হয়েছে। এখন এই ফোনের স্পেসিফিকেশনও ফাঁস হয়েছে।

Advertisment

Realme GT 7 Pro ভারতে ডিসেম্বরের কাছাকাছি লঞ্চ হবে বলে জানা গেছে। Realme GT 7 Pro ফোনে 1.5K রেজোলিউশন সহ একটি ডিসপ্লে থাকবে। এটিতে একটি OLED 8T LTPO ডিসপ্লে থাকবে বলেই আশা। Realme GT 7 Pro তে Snapdragon 8 Gen 4 চিপসেট থাকতে চলেছে।

ফোনটি 16GB RAM সহ লঞ্চ হতে চলেছে এবং এতে 1TB পর্যন্ত স্টোরেজ স্পেস থাকতে পারে। ফোনটিতে সিলিকন অ্যানোড ব্যাটারি থাকবে। আগের Realme GT 5 Pro তে 5000mAh ব্যাটারি ছিল। এই ক্ষেত্রে, ফোনের এই মডেলটিতে 6000mAh-এর ব্যাটারি থাকতে পারে বলেই খবর।

আরও পড়ুন : < Astronaut Sunita Williams: মহাকাশে পাত পেড়ে ‘ফিশ কারি’, সঙ্গী গনেশ মূর্তি! ইতিহাস গড়লেন সুনিতা উইলিয়ামস >

ক্যামেরার কথা বললে, ফোনের পিছনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এতে 3X অপটিক্যাল জুম ফিচার থাকবে। রিপোর্টে আরও বলা হয়েছে যে আসন্ন স্মার্টফোনটি হবে Realme-এর প্রথম স্মার্টফোন যাতে কোম্পানি আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিতে পারে।

realme 5G smartPhone
Advertisment