Advertisment

Realme 13 5G সিরিজে রয়েছে চমকের ছড়াছড়ি, দাম কত?

Realme 13 5G, Realme 13+ 5G : 50MP ক্যামেরা সহ Realme 13 5G ভারতে লঞ্চ হয়েছে। নয়া এই স্মার্টফোনে রয়েছে 5000mAh ব্যাটারি, 80W সুপার ফাস্ট চার্জিং।

author-image
IE Bangla Tech Desk
New Update
Realme 13 5G, Realme 13+ 5G launched in India

Realme ভারতে Realme 13 সিরিজে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে।



Realme 13 5G, Realme 13+ 5G : 50MP ক্যামেরা সহ Realme 13 5G ভারতে লঞ্চ হয়েছে। নয়া এই স্মার্টফোনে রয়েছে  5000mAh ব্যাটারি, 80W সুপার ফাস্ট চার্জিং।  

Advertisment

Realme ভারতে Realme 13 সিরিজে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এগুলি হল Realme 13 5G এবং Realme 13+ 5G। উভয় ফোনেই FHD+ রেজোলিউশন সহ 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে রয়েছে। মিডিয়াটেকের ডাইমেনশন প্রসেসর সহ নয়া এই স্মার্টফোনে রয়েছে ৫ হাজার এমএএইচ ব্যাটারি প্যাক। আগামী মাসের ৬ সেপ্টেম্বর থেকে এই ফোনগুলির বিক্রিবাট্টা শুরু হবে। 

Realme 13 5G, ভারতে Realme 13+ 5G দাম- 

Realme 13 5G স্পিড গ্রিন এবং ডার্ক পার্পল রঙে আনা হয়েছে। 8GB + 128GB GB মডেলের দাম 17,999 টাকা। 8GB + 256GB ভেরিয়েন্টের দাম 19,999 টাকা। Realme 13+ 5G মডেলটি ভিক্টরি গোল্ড, স্পিড গ্রিন এবং ডার্ক পার্পল রঙে লঞ্চ করা হয়েছে। 8GB + 128GB মডেলের দাম 22,999 টাকা এবং 8GB + 256GB মডেলের দাম পড়বে 24,999 টাকা। পাশাপাশি  12GB + 256GB ভেরিয়েন্ট-র দাম 26,999 টাকা। দুটি ফোনই Realme-এর ওয়েবসাইট এবং Flipkart থেকে কেনা যাবে।

জনপ্রিয় রিচার্জ প্ল্যান এখন আরও দামি, ফের দাম বাড়ালো jio

Realme 13 5G, Realme 13+ 5G স্পেসিফিকেশন, বৈশিষ্ট্য

Realme 13 5G-তে একটি 6.72-ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে, যেখানে 13+ 5G-তে একটি 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এই ফোনগুলি FHD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট অফার করে। রেইন ওয়াটার স্মার্টটাচ প্রযুক্তিতে সজ্জিত এই ফোনগুলি ভেজা আঙুলেও চালানো যাবে।

Redmi watch 5 active : টানা ১৮ দিনের ব্যাটারি লাইফ, সেরা ফিচার্স, নয়া স্মার্টওয়াচ আনল Redmi

Realme 13 5G-তে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যেখানে Realme 13+ 5G-তে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। Realme 13 5G-তে একটি 50 MP প্রাইমারি ক্যামেরা রয়েছে, যাতে রয়েছে Sony LYT-600 সেন্সর। এটি একটি 2 এমপি পোর্ট্রেট লেন্স সহ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রদান করে। এই দুটি ক্যামেরাই Realme 13+ 5G-তে 8 MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ পাওয়া যায়।

Petrol Scooter: সেরা ৫ স্কুটার, বদলে যাবে আপনার ভ্রমণ অভিজ্ঞতা

দুটি ফোনেই একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। Realme 13 5G-তে MediaTek-এর Dimensity 7300 প্রসেসর এবং 13+ 5G-তে Dimensity 6300 চিপসেট রয়েছে। এই ফোনগুলিতে 5 হাজার mAh ব্যাটারি প্যাক করা হয়েছে। সর্বশেষ Android 14-এ চলে। কোম্পানি এই ফোনগুলিতে অনেক AI ফিচারও এনেছে।

Bsnl recharge plan: পাঁচ মাসের দীর্ঘ বৈধতা, jio-Airtel-কে চ্যালেঞ্জ ছুঁড়ে ধামাকা অফার BSNL-র

realme 5G smartPhone
Advertisment