scorecardresearch

Realme Narzo 50 Pro 5G: প্রথম সেল উপলক্ষে থাকছে ২,০০০ টাকার ছাড়!

এই ফোনে 48MP প্রাইমারি ক্যামেরার পাশাপাশি 8MP এবং 2MP ক্যামেরা সেন্সর রয়েছে

realme narzo 50 pro 5g
এই ফোনে 48MP প্রাইমারি ক্যামেরার পাশাপাশি 8MP এবং 2MP ক্যামেরা সেন্সর রয়েছে

Realme এর Narzo 50 Pro 5G স্মার্টফোনটিতে রয়েছে 6.4-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে এবং 16MP সেলফি ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছে। এই 5G স্মার্টফোনটি MediaTek এর Dimensity 920 প্রসেসর এবং 5000mAh ব্যাটারি রয়েছে। সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট।  ক্যামেরা ফিচার সম্পর্কে কথা বললে, Narzo 50 Pro 5G স্মার্টফোনটি একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাচ্ছে। এই ফোনে 48MP প্রাইমারি ক্যামেরার পাশাপাশি 8MP এবং 2MP ক্যামেরা সেন্সর রয়েছে।

আজ থেকেই শুরু হতে চলেছে Realme এর Narzo 50 Pro 5G ফোনের সেল। সেল উপলক্ষে থাকছে ধামাকা অফার। এই মডেলের বেস ভেরিয়েন্টের দাম ২১ হাজার ৯৯৯ টাকা। আপনি যদি HDFC ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডধারী হন তবে আপনি এই ফোনে পাবে নগদ ২ হাজার টাকার ছাড়। সঙ্গে পাবেন নো কস্ট ইএমআইয়ের সুবিধাও।

এই ফোনের 8GB ভেরিয়েন্টের দাম ২৩হাজার ৯৯৯ টাকা। এতেই থাকছে নগদ ২ হাজার টাকার ছাড়। মনে রাখবেন যে এই ডিসকাউন্টটি HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড অথবা ইএমআই বিকল্পের জন্য বৈধ। Realme-অফিসিয়াল ওয়েবসাইট, Amazon এবং অন্যান্য রিটেল আউটলেট গুলি থেকেই এই ফোন ক্রয় করতে পারবেন।

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Bengali App.

Web Title: Realme narzo 50 pro 5g first sale kicks off today