Realme বাজারে নিয়ে আসছে ব্র্যাণ্ডের নতুন স্মার্ট ফোন Note 50 লঞ্চ আগামী ২৩ জানুয়ারি। ইতিমধ্যেই সামনে এসেছে স্মার্ট ফোনের দাম এবং স্পেসিফিকেশন। Realme Note 50 -এ থাকছে Unisoc T612 চিপসেট।
Realme Note 50 আগামী ২৩ জানুয়ারি লঞ্চ হতে চলেছে। Realme X এ নতুন স্মার্টফোনের লঞ্চ নিশ্চিত করেছে। কোম্পানি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে বেশ কিছু পোস্টারও শেয়ার করেছে, যাতে স্মার্টফোনের ডিজাইন, এর দাম এবং স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে।
Realme Note 50-এ রয়েছে 6.7-ইঞ্চি HD+ ডিসপ্লে সহ 90Hz রিফ্রেশ রেট। স্মার্টফোনটি Unisoc T612 চিপসেট দ্বারা চালিত হবে, 4GB RAM এবং 64GB ইনবিল্ট স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার প্রাইমারি ক্যামেরা 13-মেগাপিক্সেল এবং একটি সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 5-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। Note 50 মডেলে রয়েছে একটি একটি 5,000mAh ব্যাটারি সহ 10W ফাস্ট চার্জিং সাপোর্ট।