Advertisment

Realme p1 series: ভেজা হাতেও নো টেনশন! দুর্দান্ত ফিচার নিয়ে হাজির Realme p1 সিরিজ

এর সঙ্গেই লঞ্চ হতে চলেছে Realme Pad 2 এর Wi-Fi ভেরিয়েন্ট। এছাড়াও, ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস Realme Buds T110 লঞ্চ আজকের এই ইভেন্টে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Realme P1 5G

আজই লঞ্চ হতে চলেছে দেশের সবচেয়ে শক্তিশালী 5G স্মার্টফোন। দাম শুনলে অবাক হতেই হবে।

আজই লঞ্চ হতে চলেছে দেশের সবচেয়ে শক্তিশালী 5G স্মার্টফোন। দাম শুনলে অবাক হতেই হবে।
Realme-এর একটি নতুন P সিরিজ আজ ভারতে লঞ্চ হচ্ছে। এই সিরিজের অধীনে দুটি স্মার্টফোন Realme P1 এবং Realme P1 Pro লঞ্চ হতে চলেছে। এর সঙ্গেই লঞ্চ হতে চলেছে Realme Pad 2 এর Wi-Fi ভেরিয়েন্ট। এছাড়াও, ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস Realme Buds T110 লঞ্চ আজকের এই ইভেন্টে।

Advertisment

Realme এর আসন্ন ফোন এবং প্যাড আজ দুপুর ১২ টায় লঞ্চ হবে। কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এর লাইভ স্ট্রিমিং দেখা যাবে।

সম্ভাব্য মূল্য
যদি ফাঁস হওয়া রিপোর্ট বিশ্বাস করা হয়, Realme P সিরিজের প্রারম্ভিক মূল্য 15,000 টাকা।
স্পেসিফিকেশন
Realme P1 5G-তে MediaTek Dimension 7050 চিপসেট দেওয়া যেতে পারে। ফোনটিতে একটি 120Hz AMOLED ডিসপ্লে রয়েছে। ব্যবহারকারীরা ফোনটিতে অ্যাকোয়া টাচ রেইন ওয়াটার টাচ সাপোর্ট পাবেন। অর্থাৎ ভেজা হাতেও ফোন ব্যবহার করা যাবে। ফোনটিতে থাকতে চলেছে IP54 ডাস্ট এবং ওয়াটার রেটিং। নয়া এই স্মার্টফোনে রয়েছে 45W ফাস্ট চার্জিং। Realme P1 Pro 5G-তে Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেট দেওয়া যেতে পারে। ফোনটিতে পাওয়ারফুল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এছাড়াও 3D ভিসি কুলিং দেওয়া হবে। এই ফোনটি ফাস্ট চার্জিং এবং 45W ফাস্ট চার্জিং এর সাথেও আসবে।

Realme T110 ইয়ারবাডের বৈশিষ্ট্য
Realme-এর আসন্ন ইয়ারবাডগুলি 10mm ডায়নামিক ড্রাইভার সহ দেওয়া হবে। ইয়ারবাডে AI ENC নয়েজ ক্যান্সেলেশন অফার করা হবে।

realme
Advertisment