Realme P3: ৬০০০mAh-এর শক্তিশালী ব্যাটারি! ধুঁয়াধার পারফরমেন্সে ১৮ ফেব্রুয়ারি তোলপাড় ফেলবে এই স্মার্টফোন

Realme P3 Pro 5G Launch Date: চিনা স্মার্টফোন সংস্থা রিয়েলমি শীঘ্রই ভারতের বাজারে Realme P3 সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে P3 Pro, P3 5G, P3x 5G এবং P3 Ultra এর মতো মডেলগুলি অন্তর্ভুক্ত থাকবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Realme P3 Pro 5G

চিনা স্মার্টফোন সংস্থা রিয়েলমি শীঘ্রই ভারতের বাজারে Realme P3 সিরিজ লঞ্চ করতে চলেছে। Photograph: (ফাইল চিত্র)

Realme P3: ভারতে লঞ্চ হতে চলেছে Realme P3 সিরিজ। লঞ্চের আগেই এই সিরিজের স্মার্টফোনের দাম-ফিচার সামনে এসেছে।

Advertisment

চিনা স্মার্টফোন সংস্থা রিয়েলমি শীঘ্রই ভারতের বাজারে Realme P3 সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে P3 Pro, P3 5G, P3x 5G এবং P3 Ultra এর মতো মডেলগুলি অন্তর্ভুক্ত থাকবে।

এই সিরিজের ফোনে দুর্দান্ত গেমিং পারফরমেন্স পাবেন ইউজাররা। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, Realme P3 সিরিজটি ১৮ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে। এই সিরিজের প্রারম্ভিক মূল্য ২৫,০০০ টাকা হতে পারে।  এই সিরিজের ফোনটি  ফ্লিপকার্ট এবং রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন ইউজাররা। 

Realme P3 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: Realme P3 Pro মডেলে থাকবে কোয়াড-কার্ভ AMOLED প্যানেল ডিসপ্লে। প্রিমিয়াম লুক এবং আরও ভালো অভিজ্ঞতা প্রদান করবে। ফোনটিতে ৬.৮৩ ইঞ্চি স্ক্রিন থাকবে যার রেজিলিউশন ১.৫K পাশাপাশি এই ফোনে থাকবে ১২০Hz রিফ্রেশ রেট। ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস ১,৫০০ নিটস।

Advertisment

প্রসেসর: রিয়েলমি'র এই ফোনে থাকতে পারে  Snapdragon 7s Gen 3 চিপসেট।  
কুলিং সিস্টেম: Realme P3 Pro তে থাকবে ৬০৫০ মিমি² ভিসি কুলিং চেম্বার, তাই ফোনটি সহজে গরম হবে না।
ব্যাটারি এবং চার্জিং: ডিভাইসটিতে 6000mAh ব্যাটারি এবং 80W দ্রুত চার্জিং সাপোর্ট থাকতে পারে।
ক্যামেরা: ৫০ এমপি ওআইএস প্রাইমারি ক্যামেরা এবং একটি আল্ট্রা-ওয়াইড সেন্সরও পাওয়া যাবে।
গেমিং বৈশিষ্ট্য: এআই আল্ট্রা-স্টেডি ফ্রেম, হাইপার রেসপন্স ইঞ্জিন, এআই আল্ট্রা টাচ কন্ট্রোল এবং এআই মোশন কন্ট্রোল সহ উন্নত ফিচার থাকতে পারে এই ফোনে।  লঞ্চের পর, আপনি Flipkart এবং Realme ওয়েবসাইট থেকে এই ফোনটি কিনতে পারবেন।

Realme P3 Pro তিনটি ভেরিয়েন্টে বাজারে আসতে পারে 
৮ জিবি + ১২৮ জিবি

৮ জিবি + ২৫৬ জিবি

১২ জিবি + ২৫৬ জিবি

realme