/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/realmec1-copy.jpg)
Realme সম্প্রতি ঘোষণা করেছে যে খুব শীঘ্রই একটি নতুন ডিভাইস আনতে চলেছে তারা। তাদের দাবি, বিশ্বে প্রথম স্মার্টফোন হবে এটি যার প্রসেসর হবে MediaTek Helio P70। কোম্পানি সদ্য তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ফোনটির একটি টিজার প্রকাশ করেছে। টুইটার পোস্টে বলা হয়েছে যে ডিভাইসটি U-series এর নতুন স্মার্টফোন।
MediaTek Helio P70 বিশ্বব্যাপী ২৪ অক্টোবর লঞ্চ হতে চলেছে, যা ২০১৮ সালের শেষ নাগাদ শিপিং করা শুরু হবে। প্রসেসরটি SMC’s 12nm FinFET প্রযুক্তি ভিত্তিক এবং মাল্টিকোর পদ্ধতি রয়েছে। ২.১ গিগাহার্ট্সে চলবে MediaTek Helio P70 প্রসেসর।
Yes, it’s coming. #Realme is bringing to you world’s first #MediaTekHelioP70 smartphone with our brand-new U series product. Are U excited? @MediaTekpic.twitter.com/87xBltHsdo
— Realme (@realmemobiles) November 16, 2018
প্রসেসরটির সঙ্গে ARM Mali-G72 GPU তে চলবে ফোনটি। যা ৯০০ MHz গতিতে চলবে। কোম্পানির দাবি, এই প্রসেসর ১৩ শতাংশ উন্নত মানের গ্রাফিক্স পারফরম্যান্স দিতে পারবে। যা ধরে রাখবে আপনার ফোনের চার্জ। এই নতুন ফোনে ২৪ ও ১৬ মেগাপিক্সেল ক্যামেরা কম্বিনেশন থাকবে।
Be the first to unlock a whole new phone experience with #MediatekHelioP70! Are U Ready? @MediaTekpic.twitter.com/a95HBmV3uY
— Realme (@realmemobiles) November 17, 2018
রিয়েলমি বর্তমানে ভারতীয় বাজারে চারটি ডিভাইস বিক্রি করেছে, Realme 1, Realme 2, Realme 2 Pro এবং Realme C1। এগুলির মধ্যে কেবলমাত্র Realme 1 MediaTek Helio P70 প্রসেসর দ্বারা চালিত, এছাড়া কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেটগুলিতে চালিত। এই নতুন ইউ সিরিজ স্মার্টফোন এখন থেকে মিডিয়াটেক চিপসেটে চালিত হবে বলেই জানিয়েছে কোম্পানি।