চিনে লঞ্চ হয়ে গেছে RealmeX। তারপরই কোম্পানির ভারতীয় সিইও মাধব সেঠ টুইট করে জানায়, সম্পূর্ণ আলাদা স্পেসিফিকেশন সহ শীঘ্রই RealmeX লঞ্চ হবে ভারতে। তবে তারিখ এখনও ঠিক হয় নি।
জুলাই মাসের প্রথম সপ্তাহ এবং ডিসেম্বরের শেষ সপ্তাহতেও লঞ্চ হতে পারে RealmeX। ফোনটির দাম হতে পারে ১৮,০০০ টাকা। চিনে যে স্পেশাল এডিশন লঞ্চ হয়েছে তার নাম ওনিয়ন এবং গার্লিক। তবে ভারতে এই স্পেশাল এডিশন লঞ্চ হবে না।
Advertisment
দামের একটা সম্ভাবনা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। ৪ জিবি র্যাম ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ১৫,০০০ টাকা। ৬ জিবি র্যাম ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ১৬,০০০ টাকা। ৮ জিবি র্যাম ১২৮ ইন্টারনাল স্টোরেজের দাম ১৮,০০০ টাকা।