Mobile Recharge Plan: দেশজুড়ে কোটি কোটি মোবাইল ব্যবহারকারীর জন্য আসতে চলেছে এক বড় ধাক্কা। জনপ্রিয় টেলিকম সংস্থাগুলি ফের তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে চলেছে। ইকনমিক টাইমস-এর রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ মোবাইল রিচার্জের খরচ ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
ফের বাড়বে ট্যারিফ
২০২৪ সালের জুলাই মাসে বেসিক রিচার্জ প্ল্যানে ১১ থেকে ২৩ শতাংশ হারে দাম বাড়িয়েছিল টেলিকম কোম্পানিগুলি। বিশেষজ্ঞদের মতে, এবার সংস্থাগুলি টিয়ার-ভিত্তিক প্ল্যান চালু করতে পারে, যেখানে ব্যবহারকারীদের জন্য ডেটা সীমা কমানো হবে, যাতে অতিরিক্ত ডেটা প্যাক কিনতে বাধ্য হন তারা।
মে মাসে রেকর্ড সংযোগ
২০২৫ সালের মে মাসে ভারতে মোবাইল সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছুঁয়েছে ১.০৮ বিলিয়নের নতুন উচ্চতা। এই সময় রিলায়েন্স জিও সবচেয়ে বেশি লাভবান হয়েছে—৫.৫ মিলিয়ন নতুন সক্রিয় গ্রাহক যুক্ত করেছে সংস্থাটি। এর ফলে বাজারে তাদের অংশীদারিত্ব বেড়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশে। অন্যদিকে, এয়ারটেল ১.৩ মিলিয়ন নতুন ব্যবহারকারী যুক্ত করেছে।
৫জি পরিষেবা ও ট্যারিফ বৃদ্ধি
বিশেষজ্ঞদের মতে, এখন ৫জি পরিষেবার দাম অনুযায়ী নতুন ট্যারিফ কাঠামো চালু করা হবে। জেফরিস-এর মতে, জিও ও এয়ারটেলের ব্যবহারকারী বৃদ্ধির সঙ্গে ভোডাফোন-আইডিয়ার হ্রাস প্রমাণ করে যে ট্যারিফ বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
স্যাটেলাইট ব্রডব্যান্ডে নতুন ইতিহাস
ভারতের ডিজিটাল পরিকাঠামোর ক্ষেত্রে এক নতুন মাইলফলক ছুঁল হায়দরাবাদ ভিত্তিক অনন্ত টেকনোলজিস। এই সংস্থা IN-SPACe থেকে অনুমোদন পেয়ে দেশের প্রথম বেসরকারি সংস্থা হিসেবে দেশীয় উপগ্রহের মাধ্যমে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা চালু করতে চলেছে। তারা একটি ৪ টন ওজনের GEO উপগ্রহ উৎক্ষেপণ করবে যা ১০০ Gbps পর্যন্ত গতি দিতে পারবে।
এই প্রকল্পে প্রাথমিকভাবে ৩,০০০ কোটি টাকার বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে সংস্থার। এই পরিবর্তনগুলি দেশের ইন্টারনেট ব্যবস্থাকে আরও গতিশীল করে তুলবে বলে মত প্রযুক্তি বিশেষজ্ঞদের।