Advertisment

Redmi A3: মাধ্যমিক পরীক্ষার্থীদের বিরাট সুখবর, AI ক্যামেরা সহ এন্ট্রি লেভেল স্মার্টফোন আনল Redmi

Redmi ভারতে লঞ্চ করেছে ব্র্যাণ্ডের নয়া স্মার্টফোন Redmi A3, এই ফোনে রয়েছে 5,000mAh ব্যাটারি, ডুয়াল রিয়ার ক্যামেরা।

author-image
IE Bangla Tech Desk
New Update
smartphone,design,specifications,battery,market,redmi,sensor,launch,processor,video,prices

Redmi ভারতে লঞ্চ করেছে ব্র্যাণ্ডের নয়া স্মার্টফোন Redmi A3 এই ফোনে রয়েছে 5,000mAh ব্যাটারি, ডুয়াল রিয়ার ক্যামেরা।

Redmi ভারতে লঞ্চ করেছে ব্র্যাণ্ডের নয়া স্মার্টফোন Redmi A3 এই ফোনে রয়েছে 5,000mAh ব্যাটারি, ডুয়াল রিয়ার ক্যামেরা।

Advertisment

বুধবার দেশে লঞ্চ হয়েছে Redmi A3। স্মার্টফোনে প্রসেসর হিসেবে MediaTek Helio G36 SoC রয়েছে। Redmi A3 মডেলে রয়েছে AI ডুয়াল ক্যামেরা সেটআপ।

এই স্মার্টফোনের 3 GB RAM + 64 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 7,299 টাকা। পাশাপাশি 4 GB + 128 GB ভেরিয়েন্টের দাম 8,299 টাকা এবং 6 GB + 128 GB ভেরিয়েন্টের দাম 9,299 টাকা।

এই স্মার্টফোনটি ব্লু, অলিভ গ্রিন এবং মিডনাইট ব্ল্যাক রঙে উপলব্ধ । আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই ফোনের বিক্রি। এটি ই-কমার্স সাইট Flipkart, Mi.com এবং Xiaomi এর রিটেল স্টোর থেকে কিনতে পারবেন গ্রাহকরা। গত বছর কোম্পানি Redmi A2 চালু করেছিল। 2 GB RAM + 32 GB স্টোরেজ সহ এর বেস ভেরিয়েন্টের দাম ছিল 5,999 টাকা।

Redmi A3 এর স্পেসিফিকেশন

এই স্মার্ট ফোনে রয়েছে ডুয়াল-সিম স্লট (ন্যানো) স্মার্টফোনটি Android 13 (Go Edition) এ চলে। নয়া এই স্মার্টফোনে 6.71-ইঞ্চি HD+ (1,600x700 পিক্সেল) ডিসপ্লে 90 Hz এর রিফ্রেশ রেট এবং 120 Hz এর একটি টাচ স্যাম্পলিং রেট রয়েছে৷ সেলফি ক্যামেরার জন্য এর ডিসপ্লেতে একটি ওয়াটারড্রপ-স্টাইল নচ এবং কর্নিং গরিলা গ্লাস 3 রয়েছে।

Redmi A3-এর প্রসেসর হল Octacore MediaTek Helio G36 SoC এবং 3 GB RAM। এই স্মার্টফোনে রয়েছে AI ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। 8-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

কানেক্টিভিটির জন্য এতে রয়েছে 4G, Wi-Fi, Bluetooth, GPS, Micro-USB পোর্ট এবং 3.5 mm অডিও জ্যাক।

সিকিউরিটির জন্য এই স্মার্টফোনটিতে অ্যাক্সিলোমিটার, ই-কম্পাস এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। রয়েছে 5,000 mAh ব্যাটারি 10 W ফাস্ট চার্জিং সাপোর্ট । ফোনটির ওজন প্রায় 193 গ্রাম।

redmi
Advertisment