Redmi A4 5G: মাত্র ১০ হাজার টাকার কম বাজেটে Xiaomi আনছে 5G স্মার্টফোন। নজরকাড়া ফিচার অবাক করবে। বড় ডিসপ্লের সঙ্গে থাকবে পাওয়ারফুল ব্যাটারি।
আগামীকাল ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Redmi A4 5G। বাজেট স্মার্টফোনটি লঞ্চ করে প্রতিযোগিতার আসরে অন্যান্য ব্র্যান্ডকে কঠিন প্রতিযোগিতায় ঠেলে দিতে প্রস্তুত Xiaomi। এই স্মার্টফোনটির প্রারম্ভিক মূল্য হতে পারে ৯ হাজারের আশেপাশে। আসুন জেনে নেওয়া যাক নয়া এই স্মার্টফোনে কী কী ফিচার্স থাকবে?
চিনা স্মার্টফোন উৎপাদনকারী সংস্থা Xiaomi ভারতীয় বাজারে ১০ হাজার টাকার বাজেটে নতুন হ্যান্ডসেট Redmi A4 5G লঞ্চ করতে চলেছে৷ Redmi A4 5G আগামী ২০ নভেম্বর এ লঞ্চ করতে চলেছে। এটি একটি বাজেট স্মার্টফোন, এই স্মার্টফোনের প্রারম্ভিক দাম হতে পারে ৯ হাজার টাকা। থাকতে পারে দুর্দান্ত বৈশিষ্ট্য।
Redmi A4 5G তে কী কী বিশেষ ফিচার্স থাকতে পারে?
ডিসপ্লে: 6.88-ইঞ্চি FHD+ ডিসপ্লে (1080 x 2400 পিক্সেল রেজোলিউশন) 120Hz রিফ্রেশ রেট এবং 2000 nits উজ্জ্বলতা সহ
প্রসেসর: Qualcomm Snapdragon 4s Gen 2 চিপসেট
ব্যাটারি: 5160mAh ব্যাটারি, 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ
ক্যামেরা: ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP ওয়াইড-এঙ্গেল সেন্সর, ফ্ল্যাশ সহ LCD
RAM এবং স্টোরেজ: 3GB/4GB RAM সহ 128GB/256GB স্টোরেজ ভেরিয়েন্ট
অপারেটিং সিস্টেম: MIUI সহ Android 14।
রেডমির নতুন ফোনের টিজার ইমেজ থেকে এর ডিজাইন সামনে এসেছে। কালো এবং বেগুনি রঙে লঞ্চ হতে চলেছে নয়া এই স্মার্টফোন।