Advertisment

Redmi A4 5G: নভেম্বরে তোলপাড়! বাজারে আসছে 50MP ক্যামেরা সহ Redmi-এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন

Redmi A4 5G: Redmi-এর স্মার্টফোনের জনপ্রিয়তা সকলেরই জানা। ডিজাইন থেকে ফিচার্স সব দিক থেকে নজর কাড়ে Redmi স্মার্টফোন। চলতি মাসেই Redmiবাজারে আনছে সংস্থার A4 5G।

author-image
IE Bangla Tech Desk
New Update
Redmi A4 5G

নভেম্বরে তোলপাড়! আসছে 50MP ক্যামেরা সহ Redmi-এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন...

Redmi A4 5G:  নভেম্বরে তোলপাড়! আসছে 50MP ক্যামেরা সহ Redmi-এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন। 

Advertisment

Redmi-এর স্মার্টফোনের জনপ্রিয়তা সকলেরই জানা। ডিজাইন থেকে ফিচার্স সব দিক থেকে নজর কাড়ে Redmi স্মার্টফোন। চলতি মাসেই Redmiবাজারে আনছে সংস্থার A4 5G। ইতিমধ্যে  Xiaomi এই সস্তার 5G স্মার্টফোন লঞ্চের তারিখ নিশ্চিত করেছে।

অক্টোবরে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস  (IMC) 2024-এ Xiaomi A4 5G মডেলটি প্রদর্শন করে। সেই সময়ে কোম্পানি ঘোষণা করে  আসন্ন 5G স্মার্টফোনটি 10,000 টাকার কম দেশে লঞ্চ করা হবে। সেই অনুসারে Redmi A4 5G এখন পর্যন্ত ব্র্যান্ডের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন হতে চলেছে । এই স্মার্টফোনে থাকবে  Snapdragon 4s Gen 2 চিপসেট।  আসন্ন রেডমি ফোনের কিছু স্পেসিফিকেশনও ইতিমধ্যে ফাঁস হয়েছে।

তড়িঘড়ি করুন এই কাজ, নাহলে বন্ধ হবে রেশন

Redmi A4 5G ভারত লঞ্চের তারিখ, দাম এবং স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

Xiaomi ইন্ডিয়া X-এ একটি পোস্টের মাধ্যমে  জানিয়েছে আগামী ২০  নভেম্বর ভারতে Redmi A4 5G লঞ্চ হতে চলেছে। Redmi A4 5G সাদা এবং কালো রঙের বিকল্পে বাজারে লঞ্চ করা হবে। লিক হওয়া তথ্যে দাবি করা হয়েছে যে লঞ্চ অফার এবং ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ, ভারতে Redmi A4 5G এর দাম হতে চলেছে 8,499 টাকা।

Redmi A4 5G-এর মাইক্রোসাইট, Xiaomi-এর ইন্ডিয়া অনলাইন স্টোর এবং Amazon India-তে ইতিমধ্যে লাইভ করা হয়েছে। ফোনের কিছু মেইন স্পেসিফিকেশনও এখানে টিজ করা হয়েছে। Redmi A4 5G  Snapdragon 4s Gen 2 SoC সহ লঞ্চ হবে।

আপনার প্যান কার্ড অ্যাকটিভ রয়েছে কিনা সহজেই জেনে নিন, কীভাবে চেক করবেন?

ফোনটিতে থাকবে120Hz রিফ্রেশ রেট। সেই সঙ্গে থাকবে  6.88-ইঞ্চি ডিসপ্লে। Xiaomi নিশ্চিত করেছে যে Redmi A4 5G তে থাকতে চলেছে একটি  50-মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। সামনের ক্যামেরার জন্য ডিসপ্লেতে একটি হোল-পাঞ্চ কাটআউট থাকবে। পাশাপাশি থাকবে 5,160mAh ব্যাটারি। নয়া এই রেডমি ফোনটি Android 14-বেসড HyperOS 1.0 স্কিন সহ লঞ্চ হবে। পাশাপাশি ফোনটিতে একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। ফোনটিতে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ইউএসবি টাইপ-সি পোর্ট থাকতে পারে।

5G smartPhone xiaomi
Advertisment