আপনি যদি আপনার পুরনো ফোন ব্যবহার করতে বিরক্ত হয়ে গিয়ে থাকেন, তাহলে এটাই ফোন বদলের আদর্শ সময়। ফ্লিপকার্ট-আমাজনে চলছে ইন্ডিপান্ডেন্স’ডে সেল। এছাড়াও এই মাসে একাধিক নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করতে চলেছে একাধিক ব্র্যান্ড।
চলতি মাসেই Redmi, Motorola, Samsung, Techno এবং IQ তাদের লেটেস্ট স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এর মধ্যে কিছু স্মার্টফোনের দাম মাত্র ১০ হাজার টাকার কম, আবার কিছু স্মার্টফোন ২৫-৩০ হাজার টাকার মধ্যে লঞ্চ করা হবে।
Redmi 12 5G
এই Redmi স্মার্টফোনটি সদ্য লঞ্চ হয়েছে, এই স্মার্টফোনে রয়েছে Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেট। রয়েছে একটি 6.79-ইঞ্চি FHD + 90HZ রিফ্রেশ রেট ডিসপ্লে। 50MP প্রাইমারি ক্যামেরা।
Motorola G14
এই Motorola স্মার্টফোনটি আগস্টের মাঝামাঝি লঞ্চ করা হবে। নয়া এই স্মার্ট ফোনে পাবেন 6.5-ইঞ্চি FHD + পাঞ্চ হোল LCD ডিসপ্লে, Unisoc T616 SOC চিপসেট, 50MP প্রাইমারি ক্যামেরা । অন্যদিকে, আমরা যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, তাহলে Motorola G14 5000mAh এর শক্তিশালী ব্যাটারি।
Samsung Galaxy F34 5G
Samsung ক্রমাগত বাজেট সেগমেন্টে নতুন স্মার্টফোন লঞ্চ করছে। এখন কোম্পানি শক্তিশালী ব্যাটারি ব্যাকআপের সেগমেন্টেও ফোকাস করছে। সেজন্য আপনি Samsung Galaxy F34 5G স্মার্টফোনে 5000mAh ব্যাটারি পাবেন, এই ফোনে আপনি পাবেন 120HZ রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে।
IQOO Z7 Pro 5G
IQ এর এই স্মার্টফোনটি লঞ্চ হবে আগস্টের শেষ দিকে। এই স্মার্টফোনে রয়েছে MediaTek Dimensity 7200SOC চিপসেট। ডিসপ্লেতে 120HZ রিফ্রেশ রেট দেওয়া হবে এবং পিছনের প্যানেলে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ।