সামনেই বাংলা নববর্ষ! উৎসবের আমেজে গা ভাসাতে প্রস্তুত তামাম বাঙালি। হাল ফ্যাশানের যুগে লেটেস্ট ফ্যাশন কালেকশনে মেতে উঠছে সেলের বাজার। জামাকাপড় জুতো তো রয়েছেই। কিন্তু হাতে একটা ট্রেন্ডি স্মার্টফোন না থাকলে নববর্ষের আমেজটা ফিকে হয়ে যায়। আর তাই Redmi নিয়ে এসেছে বাজেট ফ্রেন্ডলি নয়া স্মার্টফোন। Redmi Note 12 4G এবং Redmi 12C, মাত্র 8999 টাকা থেকে শুরু। তাহলে আর দেরি কেন আজই কিনুন সেরা বাজেত স্মার্টফোন।
Redmi Note 12 4G এবং Redmi 12C ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে।মাত্র 8,999 টাকা থেকে শুরু এই স্মার্টফোন। সঙ্গে রয়েছে আপনার পুরনো ফোন এক্সচেঞ্জের বিরাট সুযোগো।
Redmi Note 12 4G, Redmi 12C
Redmi Note 12 4G এর প্রারম্ভিক মূল্য মাত্র 14,999 টাকা। 6 GB RAM এবং 64 GB ইন্টারন্যাল স্টোরেজ সহ এই ফোন আপনি পাবেন মাত্র 14,999 টাকাতে। একই সঙ্গে এই ফোনের 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,999 টাকা। এটি সানরাইজ গোল্ড, আইস ব্লু এবং লুনার ব্ল্যাক রঙে উপলব্ধ। রয়েছে ব্যাঙ্ক অফারও। এই অফারে আপনি এই ফোনদুটি পেতে পারেন মাত্র 13,999 টাকা এবং 15,999 টাকার আকর্ষণীয় দামে।
Redmi 12C- এর 4 GB RAM এবং 64 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 8,999 টাকা। একই সময়ে, এর 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999 টাকা। এটি ম্যাট ব্ল্যাক, মিন্ট গ্রিন, রয়্যাল ব্লু এবং ল্যাভেন্ডার পার্পল রঙে পাওয়া যাবে। ব্যাঙ্ক অফারের সঙ্গে রয়েছে 500 টাকা ছাড়। সেক্ষেত্রে ফোনটির দাম পড়বে যথাক্রমে 8,499 টাকা এবং 10,499 টাকা।
দুটি ফোনই ৬ এপ্রিল দুপুর ১২টা থেকে কিনতে পারবেন ক্রেতারা। এগুলি Flipkart, Amazon, Mi ওয়েবসাইট, Mi Home স্টোর এবং রিটেল আউটলেট থেকে কিনতে পারবেন ক্রেতারা। আপনি যদি আপনার পুরানো ডিভাইসটি এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রে আরও অনেকটাই কম দামে ফোনটি হাতে পেয়ে যাবেন।
Redmi 12C এর ফিচার: ফোনটিতে একটি 6.71-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। ফোনটির রিফ্রেশ রেট 60 Hz এবং 20:9 এর অ্যাসপেক্ট রেশিও রয়েছে। এতে ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। এর পিক্সেল রেজোলিউশন 1600×720। ফোনটিতে একটি 5000 mAh ব্যাটারি রয়েছে যা 10W সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য ফোনে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS এবং MicroUSB পোর্টের মত ফিচার দেওয়া হয়েছে।
এই ফোনটি MediaTek Helio G85 চিপসেট দিয়ে সজ্জিত। এটিতে 6 GB পর্যন্ত RAM এবং 128 GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর র্যাম 5 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এটিতে একটি পিছনে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়াও, IP52 স্প্ল্যাশ-প্রতিরোধী বৈশিষ্ট্যগুলি দেওয়া হয়েছে। এই ফোনটি Android 12-এ কাজ করে যা MIUI 13-এর উপর ভিত্তি করে। ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এর প্রাইমারি সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারি সেন্সরটি 2 মেগাপিক্সেলের। ফোনটিতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট সেন্সর রয়েছে।
Redmi Note 12 4G-এর ফিচার: ফোনটিতে একটি 6.67-ইঞ্চি FHD Plus AMOLED ডিসপ্লে রয়েছে। এর রিফ্রেশ রেট হল 120 Hz। এর টাচ স্যাম্পেলিং রেট 240 Hz। ফোনটিতে রয়েছে গরিলা গ্লাস লেয়ার। সঙ্গে থাকছে একটি 5000mAh ব্যাটারি। রয়েছে 33W ফাস্ট চার্জিং সাপোর্টও। ফোনটিতে রয়েছে 4G LTE, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।
ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এর প্রথম সেন্সরটি 50 মেগাপিক্সেলের। দ্বিতীয়টি একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং তৃতীয়টি একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ফোনটিতে একটি 13-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এই ফোনটি Android 13 এ কাজ করে যা MIUI 14 এর উপর ভিত্তি করে। ফোনটিতে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটিতে 2G, 3G, 4G, ডুয়াল সিম, Wi-Fi 2.4GHz, 5GHz, Bluetooth 5.0, NFC, IR Blaster, 3.5mm হেডফোন জ্যাকের মতো ফিচার দেওয়া হয়েছে।