Redmi Note 14 5G Price and feature: ৫০ এমপি এআই ক্যামেরা এবং অ্যামোলেড ডিসপ্লে সহ নতুন অবতারে বাজারে হাজির রেডমির এই ৫জি ফোন! জলের দরে পান প্রিমিয়াম স্মার্ট ফোনের অনুভূতি।
চিনা স্মার্টফোন নির্মাতা Xiaomi দেশের বাজারে Redmi Note 14 5G এর একটি নতুন ভেরিয়েন্ট লঞ্চ করেছে। কোম্পানি এই ফোনটি আইভি গ্রিন রঙে লঞ্চ করেছে। নতুন ভেরিয়েন্টের এই স্মার্ট ফোনের দাম ২০ হাজার টাকারও কম। এছাড়াও, এই ডিভাইসে ব্যবহারকারীরা AI ক্যামেরার পাশাপাশি AMOLED ডিসপ্লেও পাবেন। মিলবে প্রিমিয়াম স্মার্ট ফোনের মতো অনুভূতি।
Redmi Note 14 5G তে 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২১০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে । এর ডুয়াল স্টেরিও স্পিকারে পাবেন হাই রেজোলিউশনের অডিও সাপোর্ট রয়েছে, যা সিনেমা, গান শোনা এবং কলিং অভিজ্ঞতাকে বদলে দেবে। স্মার্টফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
এই স্মার্টফোনের ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, Redmi Note 14 5G-তে একটি 50MP Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও, এতে একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরাও রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটিতে একটি বড় 5110mAh ব্যাটারি দেওয়া হয়েছে। রয়েছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
দাম কত?
ফোনের দামের কথা বলতে গেলে, Redmi Note 14 5G এর নতুন কালার ভ্যারিয়েন্টের 6GB+ 128GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 17,999 টাকা। একই সময়ে, এর 8GB+128GB ভেরিয়েন্টের দাম 18,999 টাকা এবং 8GB+256GB ভেরিয়েন্টের দাম 20,999 টাকা। ব্যবহারকারীরার কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট (Mi.com) থেকে ফোনের নতুন আইভি গ্রিন ভেরিয়েন্টটি কিনতে পারবেন। এছাড়াও, ICICI, HDFC, J&K ব্যাংক এবং SBI এর ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ব্যবহারকারীরা 1,000 টাকার তাৎক্ষণিক ছাড় পাবেন।