Advertisment

কম দামে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার ফোন লঞ্চে রেডমি

রেডমি নোট ৮ প্রো লঞ্চ এর সঙ্গে কমানো হবে রেডমি সেভেন নোট প্রো এর দাম।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফোন কেনার পরিকল্পনা থাকলে আর কটা দিন অপেক্ষা করে যান। কারণ খুব শীঘ্রই ভারতে লঞ্চ হবে রেডমির Note 8 Pro। লঞ্চের আগেই শাওমি জানিয়ে দিয়েছে ৬৪ মেগাপিক্সেলের কোয়াড কোর ক্যামেরা থাকছে এই ফোনে।

Advertisment

১৬ই অক্টোবর লঞ্চ হবে শাওমি রেডমি নোট এইট। কোম্পানি নিশ্চিত ভাবে জানিয়ে দিয়েছে র‌্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টের তিনটি ভার্সনে পাওয়া যাবে এই মডেল- ৬ জিবি র‌্যাম/৬৪ জিবি রম, ৬ জিবি /১২৮ জিবি এবং ৮ জিবি /১২৮ জিবি। রেডমি নোট সেভেন প্রো এর উত্তরসূরী হিসেবে মনে করা হচ্ছে রেডমি এইট এর দাম হতে পারে হাজার পনেরো টাকা।

রেডমি নোট ৮ প্রো লঞ্চ এর সঙ্গে কমানো হবে রেডমি সেভেন নোট প্রো এর দাম। বুধবার ভারতের লঞ্চ হল রেডমি নোট এইট এই ফোনে রয়েছে ১২ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা কম্বিনেশন। সঙ্গে৫০০০ এমএএইচ ব্যাটারি ফাস্ট চার্জিং এর সুবিধা। দাম শুরু ৭৯৯৯ টাকা থেকে।

Redmi Note 8 Pro specifications

The Redmi Note 8 Pro তে থাকছে ৬.৫৩-ইঞ্চি FHD+ IPS LCD ডিসপ্লে সঙ্গে ডট নচ ডিজাইন। ১৯.৫:৯ অ্যাসপেক্ট রেশিও সঙ্গে স্ক্রিনে থাকছে ২৩৪০×১০৮০ পিক্সেল এর রেজুলেশন। অতিরিক্ত প্রটেকশনের জন্য থাকছে গরিলা গ্লাস ৫। 12nm MediaTek Helio G90T প্রসেসর এর সঙ্গে থাকছে Mali-G76 MC4 GPU.

The Redmi Note 8 Pro sports কোয়ার্ড রিয়ার ক্যামেরা সেটআপে থাকছে ১৪ মেগাপিক্সেল এর সঙ্গে ৮ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফির জন্য বরাদ্দ ২০ মেগাপিক্সেল। এই ফোনে ৪,৫০০ mAh ব্যাটারির সঙ্গে থাকছে অ্যান্ড্রয়েড নাইন পাই অপারেটিং সিস্টেম।

Read the full story in English

redmi
Advertisment