Advertisment

Redmi pad pro 5g: 10000mAh ব্যাটারি, অনবদ্য লুক, দুর্দান্ত ফিচার্স, সুনামি সৃষ্টি করল Redmi Pad Pro 5G

Redmi Pad Pro 5G, লঞ্চের আগেই তুঙ্গে উন্মাদনা।

author-image
IE Bangla Tech Desk
New Update
redmi pad pro 5g,redmi pad pro 5g price,redmi pad pro 5g launch,redmi pad pro 5g date in india,redmi pad pro 5g offers,redmi pad pro 5g battery"

বাজারে আসছে Redmi Pad Pro 5G

Redmi pad pro 5g : বাজারে আসতে চলেছে Xiaomi-র নতুন ট্যাবলেট। Redmi Pad Pro 5G ভারতে আগামী ২৯ জুলাই লঞ্চ হবে। এই ট্যাবটি ইতিমধ্যেই চিনের বাজারে লঞ্চ করা হয়েছে । জানা গিয়েছে Redmi Pad Pro 5G-র পাশাপাশি Redmi Pad SE 4Gও লঞ্চ করবে সংস্থা ।

Advertisment

Redmi Pad Pro 5G সম্পর্কে যে তথ্য সামনে এসেছে তাতে জানা গেছে যে ট্যাবে একটি 12.1-ইঞ্চি 2.5K LCD ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে 120 Hz এর রিফ্রেশ রেট সমর্থন করবে। ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা 600 নিট বলে জানা গেছে। অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ডলবি ভিশন এবং কর্নিং গরিলা গ্লাস 3 সুরক্ষা।

Qualcomm-এর Snapdragon 7s Gen 2 প্রসেসর Redmi Pad Pro 5G-তে দেওয়া হবে। যা Adreno 710 GPU এর সাথে পেয়ার করা হবে। এতে 6 এবং 8 GB RAM থাকতে পারে। ইন্ট্যারন্যাল স্টোরেজ থাকতে পারে 128 এবং 256 জিবি। এই স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে দেড় টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। এই ট্যাবটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14-এ চলবে।

আরও পড়ুন - < Reliance jio: ২৮ দিন অতীত, একই দামে এবার পান ৩০ দিনের বৈধতা, বাজার ধরতে মরিয়া jio >

জানা গিয়েছে Redmi Pad Pro 5G-তে 8 মেগাপিক্সেলের পিছনের এবং সামনের ক্যামেরা থাকবে। এটিতে থাকবে 5G কানেক্টিভিটি। ট্যাবলেটটিতে একটি 10,000 mAh ব্যাটারি থাকবে, যা 33 ওয়াট দ্রুত চার্জিং সমর্থন করে। ট্যাবে কোয়াড স্পিকার দেওয়া হবে যা ডলবি অ্যাটমস সমর্থন করবে।কানেক্টিভিটির জন্য এই ট্যাবটি 5G, Wi-Fi 6 (802.11 ac), Bluetooth 5.2, এবং USB Type-C 2.0 পোর্ট সমর্থন করবে। ডিভাইসটির মাত্রা 280×181.85×7.52mm এবং ওজন 571 গ্রাম।

Tech News redmi
Advertisment