Advertisment

পপ্ আপ সেলফি ক্যামেরার ফোন আনতে চলেছে রেডমি

এখন চলছে পপ্ আপ ক্যামেরার জমানা। ভিভো প্রথম তাদের V15 ফোনে নিয়ে আসে এই অত্যাধুনিক ফিচারের ক্যামেরা। তার পরে সেই তালিকায় নাম লেখায় Oppo F11 Pro। এরপরই কি রেডমি?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শাওমির ছত্রছায়া থেকে বেরিয়ে নিজের পায়ে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে রেডমি। সম্প্রতি জানা যাচ্ছে, ‌অত্যাধুনিক ফিচারের ফোন নিয়ে হাজির হতে চলেছে এই চিনা ব্র্যান্ড। সম্ভবত ফ্ল্যাগশিপ ফোন, নাম Redmi Pro 2। চিনার উইবোতে ফাঁস হয়েছে ফোনটির ছবি সহ নানা তথ্য। তবে তার সত্যতা কতটা তা নিয়ে এই মুহূর্তে অনিশ্চয়তা রয়েছে। জানা যাচ্ছে, পপ্ আপ সেলফি ক্যামেরার সঙ্গে তিনটি রিয়ার ক্যামেরা থাকতে পারে Redmi Pro 2 তে।

Advertisment

আরও পড়ুন: মধ্যবিত্তের বাজেটে ভারতীয় ফোন

উইবোতে লাইভ ইমেজ পোস্ট করেছেন একজন ইউজার। কিন্তু সেই ডিভাইসের নাম প্রকাশ্যে আনে নি। তবে তিনি জানিয়েছেন, স্মার্টফোনটি চলবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসরে। জানা যাচ্ছে, তিন ক্যামেরার Redmi Pro 2 ফোনের ছবি অনেকাংশেই নিঁখুত।

এখন চলছে পপ্ আপ ক্যামেরার জমানা। ভিভো প্রথম তাদের V15 ফোনে নিয়ে আসে এই অত্যাধুনিক ফিচারের ক্যামেরা। তার পরে সেই তালিকায় নাম লেখায় Oppo F11 Pro। এরপরই কি রেডমি? এই প্রশ্নই এখন দানা বেঁধেছে টেক মহলে। পাশাপাশি স্যামসাংয়ের Galaxy A90 ফোনেও আসতে চলেছে পপ্ আপ ক্যামেরা। যা আগামী সপ্তাহে থাইল্যান্ডের টেক ময়দানে লঞ্চ হতে পারে।

এক চুল জমি ছাড়তে নারাজ স্মার্টফোন নির্মাতারা। একের পর এক ট্রেন্ডি ফিচারের ফোন আনতে রীতিমত সক্রিয় প্রত্যেক কোম্পানি। ভিভোর V15 এবং অপোর F11 Pro ইতিমধ্যে সেলফি পপ্ আপ ক্যামেরার জমানায় একচেটিয়া বাজার করে নিয়েছে। সেখানে স্যামসাংয়ের Galaxy A90 এবং Redmi Pro 2 কতটা সফল হবে এখন সেটাই দেখার।

Read the full story in English

xiaomi redmi
Advertisment