Tricks to Reduce AC Bill: বিশেষ এই মোডে বাজিমাত! বাড়বে এসির আয়ু, একধাক্কায় কমবে বিদ্যুৎ বিল

How To Reduce AC Bill: ইলেক্ট্রনিক্সের শোরুমগুলিতে এসি কিনতে উপচে পড়া ভিড় ক্রেতাদের। তবে এসির একটানা ব্যবাহেরর ক্ষেত্রে বিদ্যুতের বিল বেড়ে যায়। তাই বিদ্যুতের বিল কমাতে গেলে আপনার AC-কে এই বিশেষ মোডে রাখা শুরু করুন আজ থেকেই।

How To Reduce AC Bill: ইলেক্ট্রনিক্সের শোরুমগুলিতে এসি কিনতে উপচে পড়া ভিড় ক্রেতাদের। তবে এসির একটানা ব্যবাহেরর ক্ষেত্রে বিদ্যুতের বিল বেড়ে যায়। তাই বিদ্যুতের বিল কমাতে গেলে আপনার AC-কে এই বিশেষ মোডে রাখা শুরু করুন আজ থেকেই।

author-image
IE Bangla Tech Desk
New Update
Tricks to Reduce AC Bill

বিশেষ এই মোডে বাজিমাত! বাড়বে এসির আয়ু, একধাক্কায় কমবে বিদ্যুৎ বিল

Air Conditioner: গরমের হাত থেকে মুক্তি পেতে অনেকেই AC কিংবা এয়ার কন্ডিশনার (Air Conditioner) মেশিন কিনছেন। তবে AC-র ব্যবহারের ক্ষেত্রে সব দিক ঠিকঠাক জানা না থাকায় বিদ্যুতের বিল অনেকেই নিয়ন্ত্রণে রাখতে পারেন না। বিশেষ এই প্রবিদেনে AC-র জন্য বিদ্যুতের বিল কমানোর বিশেষ কিছু ট্রিকস (Tricks) সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন।

Advertisment

অসহ্য গরমের হাত থেকে মুক্তি পেতে AC কিনতে রীতিমতো হিড়িক পড়ে গিয়েছে। শহর থেকে জেলা, ইলেক্ট্রনিক্সের শোরুমগুলিতে এসি কিনতে উপচে পড়া ভিড় ক্রেতাদের। তবে এসির একটানা ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুতের বিল বেড়ে যায়। তাই বিদ্যুতের বিল কমাতে গেলে আপনার AC-কে এই বিশেষ মোডে রাখা শুরু করুন আজ থেকেই।

মার্চেরশুরু থেকেই অসহ্য গরমে নাজেহাল পরিস্থিতি হতে শুরু করেছে। সূর্য যেন আগুন ঢালতে শুরু করেছে। দিনের পর দিন ধরে তীব্র গরমে নাকাল আট থেকে আশির। সীমাহীন এই অস্বস্তি থেকে মুক্তি পেতে AC কেনার রীতিমতো হিড়িক পড়ে গিয়েছে শহর থেকে জেলায়।

আট দিনের মিশনে গিয়ে ৯ মাস মহাকাশে, ওভারটাইম বাবদ কত টাকা পাবেন সুনিতা উইলিয়ামস?

Advertisment

এয়ার কন্ডিশনার মেশিনে বেশ কয়েকটি 'মোড' থাকে। অধিকাংশ AC-তেই হিট মোড, ড্রাই মোড, স্লিপ মোড, কুল মোড এবং অটো মোড থাকে। মোটামুটি এই মোডগুলি আবহাওয়ার ফারাক অনুযায়ী সেট করা হয়ে থাকে। আপনার AC-তে এই মোডগুলি যদি ঠিকঠাক সেট করতে পারেন তাহলে সহজেই বিদ্যুতের বিল যেমন কমবে তেমনই AC-র আয়ুও বাড়বে। AC-র বিল কমাতে আজ থেকেই অটো মোডে (Auto Mode) AC রাখুন।

AC অটো মোডে থাকলে বিদ্যুতের বিল কমে। ঘরের তাপমাত্রা অনুযায়ী এই অটো মোড AC-র কম্প্রেসর চালু করে দেয়। ঘর ঠান্ডা হয়ে গেলে কম্প্রেসর বন্ধ করে দেয়। AC-এর এই অটো মোডই ঠিক করে দেয় কখন AC-র ফ্যান চলবে কখন কম্প্রেসর বন্ধ করতে হবে।

মোটের উপর ঘরের তাপমাত্রা নির্ধারণের মধ্য দিয়ে কাজ করতে থাকে AC-র অটো মোড। এরই জেরে কমে বিদ্যুতের বিল। তাই বিদ্যুতের বিল কমাতে আজ থেকেই আপনার AC-কে রাখুন অটো মোডে।

অপেক্ষা পালা শেষ! মঙ্গলবার মহাকাশ থেকে পৃথিবীতে ফিরবেন সুনিতা উইলিয়ামস, সরাসরি সম্প্রচার নাসার

air conditioner machine Air Conditioner air condition machine maintenance