JioGigaFiber: ভারতের ১১০০ টি শহরে পাওয়া যাবে ব্রডব্যান্ড পরিষেবা

Reliance Jio: ৪১ তম বার্ষিক সাধারণ সভায় একগুচ্ছ পরিষেবা ঘোষনা করল রিলায়েন্স। ১৫ অগাষ্ট থেকে পাওয়া যাবে JioPhone 2, Jio GigaFiber

Reliance Jio: ৪১ তম বার্ষিক সাধারণ সভায় একগুচ্ছ পরিষেবা ঘোষনা করল রিলায়েন্স। ১৫ অগাষ্ট থেকে পাওয়া যাবে JioPhone 2, Jio GigaFiber

author-image
IE Bangla Web Desk
New Update
JioPhone Monsoon Hungama offer:

চলছে JioGigaFiber এ রেজিস্ট্রেশন।

রিলায়েন্স জিও ঘোষণা করল তারা ভারতের ইন্টারনেট পরিষেবায় নিয়ে আসছে JioGigaFiber ব্রডব্যান্ড পরিষেবা। ৫ জুলাই মুম্বইয়ের রিলায়েন্স জিওর বার্ষিক সাধারণ সভায় কোম্পানি জানায়, ভারতের ১১০০ টি শহরে পাওয়া যাবে এই পরিষেবা। মুকেশ আম্বানি দাবি করেছেন তারাই প্রথম ফাইবারে তৈরি ব্রডব্যান্ড কানেক্টিভিটি নিয়ে আসছে।

Advertisment

মুকেশ আম্বানি আরও দাবি করেছেন যে রিলায়েন্স JioGigaFiber হল এমন এক পরিষেবা যার মাধ্যমে IPTV, ল্যান্ডলাইন, ভিডিও কনফারেন্স, অনলাইন গেমিং সব কিছুই অনায়াসে করা সম্ভব হবে। ১৫ অগাষ্ট থেকে JioGigaFiber নিতে গেলে রেজিস্টার করা যাবে। এলাকা ভিত্তিক রেজিস্টারের ওপর ভিত্তি করে সেই সব অঞ্চলে পৌছে যাবে JioGigaFiber ব্রডব্যান্ড পরিষেবা। বিশেষজ্ঞদের মতে, স্যাটেলাইট কেবল অপারেটরদের সঙ্গে পাল্লা দিতে সক্ষম রিলায়েন্সের এই পরিষেবা।

Advertisment

২০১৬ সালে JioGigaFiber পরিষেবা পরীক্ষা করে দেখা হয়। ট্রায়াল অনুযায়ী, গ্রাহকরা প্রত্যেক মাসে ১০০ জিবি করে ডেটা পাবে ৯০ দিনের জন্য। যার গতি থাকবে ১০০ Mbps। প্রথমবারে ৪,৫০০ টাকা দিতে হবে সিকিউরিটি ডিপোজিট হিসাবে। কোম্পানির লক্ষ্য আগামী বছরের মধ্যেই ভারতের ব্রডব্যান্ড পরিষেবা হিসেবে সেরার তালিকায় নাম লেখানোর। পরিষেবার সঙ্গে পাওয়া যাবে একটি রাউটার, যার নাম JioGigaRouter। এর সঙ্গে উপরি পাওনা রয়েছে Jio GigaTV।

jio reliance jio