ভারতে নেটওয়ার্ক দুনিয়ায় একচেটিয়া ব্যবসা করতে সিদ্ধহস্ত রিলায়েন্স জিও। সম্প্রতি রিলায়েন্স জিও তে বিনিয়োগ করেছে একের পর এক সংস্থা। যাকে বলে লক্ষ্মী লাভ। এদিন জিওর পরবর্তী পদক্ষেপের বার্তা দিলেন কর্ণধার মুকেশ আম্বানি। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হল ৪৩ তম বার্ষিক বৈঠক। যেখানে তিনি ঘোষণা করেছেন, ফাইভ-জি পরিষেবার কাজ শেষ। কিছুদিনের মধ্যেই লঞ্চ করা হবে দ্রুত গতির নেটওয়ার্ক। এছাড়া , jio TV Plus, Jio Glass, Jio Mart সহ আরো বেশ কিছু পণ্যের উন্নয়নের কথা জানালেন ভারতের ধনী ব্যক্তি।
বর্তমানে ভারতের ৬ নম্বর ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। অনুষ্ঠানের প্রথমেই তিনি JioMeet নিয়ে বক্তব্য রাখেন। ইতিমধ্যে ৫ মিলিয়ন ডাউনলোড হয়েছে এই ভিডিও কনফারেন্স অ্যাপ। ঠিক যখন ভারতে জুম ব্যবহারে 'না' ঘোষণা করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক, তখন থেকেই ভারতীয় নানা ভিডিও কনফারেন্সিং অ্যাপ বাজারে আসতে থাকে। এইরকম টালমাটাল সময়ে Jio meet লঞ্চ করে ফের বাজার কেড়ে নিল রিলায়েন্স জিও।
এদিন মুকেশ আম্বানি ফেসবুক, সিলভার লেক, কেকেআর, টিপিজি, ইন্টেল, কোয়ালকমের সঙ্গে গাঁটছড়া বাঁধার বার্তা দেন। অন্যদিকে রিলায়েন্স জিও তে ত্রিশ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করতে চলেছে গুগল।
রিলায়েন্স জিও 5g র সমস্ত কাজ প্রায় শেষ করে এনেছে। এখন লঞ্চের পালা। তাদের দাবি ভারতে বিশ্বমানের ফাইভ-জি পরিষেবা চালু করতে চলেছে রিলায়েন্স। ১০০ % হোম ডেভলপ 5g র প্রতিশ্রুতি দিয়েছে আম্বানি। শীঘ্রই পরীক্ষামূলক ভাবে চালু করা হবে ফাইভ-জি নেটওয়ার্ক। পাশাপাশি jio tv plus এর ঘোষণা করেন এদিন।
Jio Glass এর ঘোষণা করে রিলায়েন্স জিও। এটি তাদের অন্যতম আকর্ষণীয় পণ্য হিসেবে চিহ্নিত করেছে সংস্থা। জিও গ্লাস দিয়ে হলোগ্রাফিক ছবি দেখা যাবে। যার মারফত শিক্ষকরা যদি কোন বিষয়ে, ম্যাপ বা কোন কিছু এঁকে বোঝায়, তাহলে তা জিও গ্লাস মারফত হলোগ্রাফিক হিসেবে দেখতে পাবে ছাত্রছাত্রীরা।
অন্যদিকে jio Mart ইতিমধ্যে হোয়াটসঅ্যাপের সঙ্গে কাজ করা শুরু করেছে। jio Mart মারফত খুচরা ব্যবসায়ীরা ভায়া হোয়াটসঅ্যাপ ব্যবসা করতে পারবেন বলে জানিয়েছে রিলায়েন্স।
Read the full story in English