Reliance jio: রিলায়েন্স জিও সম্প্রতি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। তবে, Jio-এর একটি সিদ্ধান্ত ব্যবহারকারীদের দারুণ স্বস্তি দিয়েছে। দেশের শীর্ষ টেলিকম কোম্পানি ৩৪৯ টাকার রিচার্জ প্ল্যানের বৈধতা বাড়িয়েছে। এখন এই প্ল্যানে আপনি রিচার্জ করলে পাবেন পুরো 30 দিনের বৈধতা।
গ্রাহক ধরে রাখতে মরিয়া Jio, দেশের অন্যতম শীর্ষ টেলিকম সংস্থা Hero 5G নামে এই প্ল্যানটি অফার করছে। গ্রাহকদের মতামতের ভিত্তিতে বৈধতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। Jio দৈনিক, মাসিক এবং বার্ষিক প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যানের দাম বাড়িয়েছে। কিন্তু ৩০ দিনের বৈধতা Jio ব্যবহারকারীদের কিছুটা স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন - < Budget 2024: একধাক্কায় প্রায় অর্ধেক! এখন থেকে পছন্দের স্মার্টফোন আরও সস্তা, বড় উপহার নির্মলার >
রিলায়েন্স জিওর 349 টাকার প্ল্যানের বিবরণ
Reliance Jio-এর 349 টাকার রিচার্জ প্ল্যানে পরিবর্তনের পরে, ব্যবহারকারীরা 30 দিনের বৈধতা পাবেন। আগে এই প্ল্যানে রিচার্জ করলে মাত্র ২৮ দিনের বৈধতা পাওয়া যেত। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2GB ডেটা সহ এখন মোট 60GB ডেটা পাবেন। আগে এই প্ল্যানে গ্রাহকরা মাত্র 56GB ডেটা।
গত মাসে রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়ানোর পর অনেকগুলি প্ল্যানের দামে বদল আনা হয়েছে। প্রতিদিন 1GB ডেটার প্ল্যানের দাম 209 টাকা থেকে বেড়ে 249 টাকা হয়েছে। 84 দিনের মেয়াদ সহ 666 টাকার রিচার্জ প্ল্যানে, প্রতিদিন 1.5 জিবি ডেটা পাওয়া যেত, যার দাম বেড়ে হয়েছে 799 টাকা। এছাড়াও, 2,999 টাকার বার্ষিক প্রিপেড প্ল্যানে প্রতিদিন 2.5GB ডেটা পাওয়া যেত। এখন এই প্ল্যানের দাম হয়েছে 3,599 টাকা।