Advertisment

'গতির মোড়কে' দেশকে মুড়ে ফেলতে 'ঝড়ের বেগে' এগিয়ে চলছে Jio, আরও ১০ শহরে চালু 5G পরিষেবা

আপনার শহরেও চালু 5G পরিষেবা?

author-image
IE Bangla Tech Desk
New Update
Jio 5G, Jio 5G plan, Jio 5G rollout, jio 5G cities, how to activate Jio 5G",

Reliance Jio 5G আরও ১০টি শহরে চালু করেছে তাদের 5G নেটওয়ার্ক পরিষেবা। Reliance Jio 5G নেটওয়ার্ক এখন ২৯ টি রাজ্য এবং ২৩৬ টি শহরে উপলব্ধ৷ এই শহরগুলিতে বসবাসকারী Jio ব্যবহারকারীরা এখন Jio ওয়েলকাল অফার পেতে এবং বিনামূল্যে 5G ইন্টারনেট স্পিড অ্যাকসেস করতে পারবেন।

Advertisment

রিলায়েন্স জিও ভারত জুড়ে দ্রুত গতিতে তার 5G নেটওয়ার্ক বিস্তারের কাজ করে চলেছে।  লঞ্চের মাত্র ৪ মাসের মধ্যে, Jio 5G ভারতের ২৯ টি রাজ্য এবং 200টিরও বেশি শহরে উপলব্ধ। আগামী দিনে আরও শহরগুলিতে জিও 5G নেটওয়ার্ক নিয়ে আসতে বদ্ধপরিকর।  হিন্দুপুর, মদনাপাল্লে, প্রোদ্দাতুর (অন্ধ্রপ্রদেশ), রায়গড় (ছত্তিশগড়), তালচর (ওড়িশা), পাতিয়ালা (পাঞ্জাব), আলওয়ার (রাজস্থান), মানচেরিয়াল (তেলেঙ্গানা), গোরখপুর (উত্তরাখণ্ড) এবং রুরকি (উত্তরাখণ্ড) এ সর্বশেষ লঞ্চের মাধ্যমে ), Jio True 5G এখন সারা ভারতে ২৩৬ টি শহরে উপলব্ধ।

ইতিমধ্যে, রিলায়েন্স জিওর চেয়ারম্যান মুকেশ আম্বানি ঘোষণা করেছেন যে জিও উত্তর প্রদেশের প্রতিটি শহর ও গ্রামে আগামী ১০ মাসের মধ্যে 5G এর রোলআউট সম্পূর্ণ করবে।

Jio 5G শহর: সম্পূর্ণ তালিকা

অন্ধ্রপ্রদেশ- অনন্তপুরাম, ভীমাভারম, চিরালা, চিত্তুর, এলুরু, গুন্তকাল, গুন্টুর, হিন্দুপুর, কাদাপা, কাকিনাদা, কুরনুল, মদনাপাল্লে, নান্দিয়াল, নারসারাওপেট, নেলোর, ওঙ্গোল, প্রোদ্দাতুর, রাজামহেন্দ্রভরম, শ্রীকাকুলাম, তিজাপাত্তুরম, তেনালি, তেনালি, তেনালি এবং ভিজিয়ানগরাম।

অরুণাচল প্রদেশ- ইটানগর

আসাম- গুয়াহাটি, ডিব্রুগড়, জোরহাট, নগাঁও, তেজপুর এবং শিলচর।

বিহার- গয়া, মুজাফফরপুর ও পাটনা।

চণ্ডীগড়

ছত্তিশগড়-অম্বিকাপুর, ভিলাই, বিলাসপুর, ধামতরি, দুর্গ, কোরবা, রায়গড়, রায়পুর এবং রাজনন্দগাঁও।

গোয়া- পানাজি

দিল্লী

গুজরাট- আহমেদাবাদ, আহওয়া, আমরেলি, আনন্দ, ভরুচ, ভাবনগর, ভুজ, বোটাদ, ছোট উদয়পুর, দাহোদ, গোধরা, হিমতনগর, জামনগর, জুনাগড়, কালোল, খাম্বালিয়া, লুনাওয়াদা, মেহসানা, মোডোসা, মোরবি, নদিয়াদ, নবসারি, পালানপুর, পাটন , পোরবন্দর, রাজকোট, রাজপিপলা, সুরাট, ভাদোদরা, ভালসাদ, ভেরাভাল, ভায়ারা এবং ওয়াধওয়ান।

ঝাড়খণ্ড- ধানবাদ, জামশেদপুর, রাঁচি।

হরিয়ানা- আম্বালা, বাহাদুরগড়, ফরিদাবাদ, গুরুগ্রাম, হিসার, কারনাল, পঞ্চকুলা, পানিপথ, রোহতক, সিরসা, সোনিপত, থানেসার এবং যমুনানগর।

কর্ণাটক- বাগালকোট, বেলগাঁও, বেল্লারি, বেঙ্গালুরু, বিদার, বিজাপুর, চিক্কামাগালুরু, দাভানাগেরে, গাদাগ-বেতাগেরি, হাসান, হোসপেট, হুবলি-ধারওয়াড়, কালাবুরাগি, মান্ডা, ম্যাঙ্গালোর, মণিপাল, মাইসুরু, শিবমোগা, তুমাকুরু এবং উদুপি।

কেরালা- আলাপ্পুঝা, চেরথালা, গুরুভায়ুর মন্দির, কান্নুর, কোচি, কোল্লাম, কোট্টায়ম, কোঝিকোড়, মালাপ্পুরম, পালাক্কাদ, ত্রিশুর এবং ত্রিভান্দ্রম।

মধ্যপ্রদেশ- ভোপাল, গোয়ালিয়র, ইন্দোর, জবলপুর, মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, শ্রী মহাকাল মহালোক এবং উজ্জয়িনী।

মহারাষ্ট্র- আহমেদনগর, অমরাবতী, ঔরঙ্গাবাদ, জলগাঁও, কোলহাপুর, লাতুর, মুম্বাই, নাগপুর, নান্দেড-ওয়াঘালা, নাসিক, পুনে, সাংলি এবং সোলাপুর।

মণিপুর- ইম্ফল

মেঘালয়- শিলং

মিজোরাম- আইজাওয়াল

নাগাল্যান্ড- দামাপুর ও কোহিমা

ওড়িশা- বালাঙ্গীর, বালাসোর, বারিপাদা, ভদ্রক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর, কটক, ঝাড়সুগুদা, নালকো, পুরী, রাউরকেলা, সম্বলপুর এবং তালচর।

পুদুচেরি

পাঞ্জাব- অমৃতসর, ডেরাবাসি, জলন্ধর, পাতিয়ালা, ফাগওয়ারা, খারর, লুধিয়ানা, মোহালি এবং জিরাকপুর।

রাজস্থান- বিকানের, আজমির, আলওয়ার, জয়পুর, যোধপুর, কোটা, নাথদ্বারা এবং উদয়পুর।

তামিলনাড়ু- চেন্নাই, কোয়েম্বাটোর, কুদ্দালোর, ধর্মপুরি, ডিন্ডিগুল, ইরোড, হোসুর, কাঞ্চিপুরম, করুর, কুম্বাকোনাম, মাদুরাই, নাগেরকোয়েল, সালেম, থাঞ্জাভুর, থুথুকুডি, তিরুচিরাপল্লি, তিরুপুর, তিরুভান্নামালাই এবং ভেলোর।

তেলেঙ্গানা- আদিলাবাদ, হায়দ্রাবাদ, করিমনগর, খাম্মাম, মাহাবুবনগর, মানচেরিয়াল, নালগোন্ডা, নিজামবাদ, রামাগুন্ডম এবং ওয়ারাঙ্গল।

ত্রিপুরা- আগরতলা

উত্তরাখণ্ড- দেরাদুন, হরিদ্বার ও রুরকি।

উত্তরপ্রদেশ- আগ্রা, আলিগড়, বেরেলি, গাজিয়াবাদ, গোরখপুর, মথুরা, ঝাঁসি, কানপুর, লখনউ, মিরাট, মোরাদাবাদ, নয়ডা, প্রয়াগরাজ, সাহারানপুর এবং বারাণসী।

পশ্চিমবঙ্গ- আসানসোল, দুর্গাপুর, কলকাতা এবং শিলিগুড়ি।

5G network jio
Advertisment