এবছরের ৫ জুলাই মুম্বইয়ে রিলায়েন্স জিওর বার্ষিক সাধারণ সভায় কোম্পানি জানায়, ভারতের ইন্টারনেট নিয়ে আসছে JioGigaFiber ব্রডব্যান্ড পরিষেবা। ভারতের ১১০০ টি শহরে পাওয়া যাবে এই পরিষেবা। মুকেশ আম্বানি দাবি করেছেন তারাই প্রথম ফাইবারে তৈরি ব্রডব্যান্ড কানেক্টিভিটি নিয়ে আসছে। ১৫ আগস্ট থেকে লাইভ হয়েছে রেজিস্ট্রেশন পদ্ধতি। প্রায় ৫০ মিলিয়ন বাড়িকে টার্গেট করেছে রিলায়েন্স।
JioGigaFiber কি?
মুকেশ আম্বানি আরও দাবি করেছেন যে রিলায়েন্স JioGigaFiber হল এমন এক পরিষেবা যার মাধ্যমে একাধিক পরিষেবা পাওয়া সম্ভব। যার মধ্যে থাকবে IPTV, ল্যান্ডলাইন, গতিশীল ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড পরিষেবা। মুকেশ আম্বানি দাবি করেছেন তাঁরাই প্রথম ফাইবারে তৈরি ব্রডব্যান্ড কানেক্টিভিটি নিয়ে আসছে। যার মাধ্যমে ভিডিও কনফারেন্স, অনলাইন গেমিং, সব কিছুই হয়ে উঠবে দ্রুত ও গতিশীল।
কেমন করে কিনবেন JioGigaFiber?
১৫ অগাষ্ট থেকে শুরু হয়েছে JioGigaFiber রেজিস্ট্রেশন। এলাকা ভিত্তিক রেজিস্টারের ওপর ভিত্তি করে সেই সব অঞ্চলে পৌছে যাবে JioGigaFiber ব্রডব্যান্ড পরিষেবা। বিশেষজ্ঞদের মতে, স্যাটেলাইট কেবল অপারেটরদের সঙ্গে পাল্লা দিতে সক্ষম রিলায়েন্সের এই পরিষেবা। আগ্রহী গ্রাহক Jio.com বা Jio app এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। তবে জিও মানেই বিনামূল্যে অনেক কিছু পাবেন, এতটাও ভেবে বসার কারণ নেই। এটি শুধুমাত্র আপনার আগ্রহ যাচাইয়ের পদ্ধতি। এই রেজিস্ট্রেশনের মাধ্যমে বাড়িতে JioGigaFiber ইনস্টল করবে না রিলায়েন্স।
JioGigaFiber প্রথম ২৯ টি শহরে পৌঁছানোর আশা করা হচ্ছে: বেঙ্গালুরু, চেন্নাই, রাঁচি, পুনে, ইন্দোর, থানে, ভোপাল, লখনউ, কানপুর, পাটনা, এলাহাবাদ, রায়পুর, নাগপুর, গাজিয়াবাদ, ফরিদাবাদ, মাদুরাই, নাশিক, কোয়েম্বাটোর, গুয়াহাটি, আগ্রা, রাজকোট, শ্রীনগর, অমৃতসর, চণ্ডীগড়, জোধপুর, কোটা ও সোলাপুর। তবে এ বিষয়ে রিলায়েন্স এখনো নিশ্চিত করেনি।
কি অফার দেবে JioGigaFiber?
২০১৬ সালে JioGigaFiber পরিষেবা পরীক্ষা করে দেখা হয়। ট্রায়াল অনুযায়ী, গ্রাহকরা প্রত্যেক মাসে ১০০ জিবি করে ডেটা পাবেন ৯০ দিনের জন্য। যার গতি থাকবে ১০০ Mbps। প্রথমবারে ৪,৫০০ টাকা দিতে হবে সিকিউরিটি ডিপোজিট হিসাবে। কোম্পানির লক্ষ্য, আগামী বছরের মধ্যেই ভারতে ব্রডব্যান্ড পরিষেবা প্রদানকারীদের মধ্যে সেরার তালিকায় নাম লেখানোর। পরিষেবার সঙ্গে পাওয়া যাবে একটি রাউটার, যার নাম JioGigaRouter। এর সঙ্গে উপরি পাওনা রয়েছে Jio GigaTV। JioGigaRouter এর সঙ্গে উপরি পাওনা রয়েছে Jio GigaTV।
Read the full story in English