Advertisment

অ্যাপের মাধ্যমে ১০ জনের সঙ্গে কনফারেন্স কল, জেনে নিন কীভাবে

অ্যাপ্লিকেশনটি এখন গুগলের প্লে স্টোরেই পাওয়া যাচ্ছে। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য লাগবে রিলায়েন্স জিও কানেকশন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জিও গ্রাহকদের জন্য সুখবর। আর পাঁচটা টেলিকম সংস্থার থেকে যে রিলায়েন্স আলাদা বার বার সে প্রমাণ রেখেছে মুকেশ আম্বানির এই সংস্থা। এবার তারা নিয়ে আসছে কনফারেন্স কলিং অ্যাপ। নাম জিও গ্রুপ টক। তবে আপাতত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমেই এ সুবিধে মিলবে। অ্যাপ্লিকেশনটি তার LTE(VoLTE) ব্যবহারকারীদের গ্রুপ কনফারেন্স কল করার অনুমতি দেবে। অ্যাপ্লিকেশনটি এখন গুগলের প্লে স্টোরেই পাওয়া যাচ্ছে। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য লাগবে রিলায়েন্স জিও কানেকশন।

Advertisment

জিও গ্রুপ টক তার ব্যবহারকারীদের একসঙ্গে দশ জনকে কল করার ব্য়বস্থা করেছে। এটিতে 'লেকচার মোড', মিউট-এর মত নানা ফিচার রয়েছে।

প্লে স্টোরে অ্যাপ্লিকেশনের সম্পর্কে বলা আছে এটি একটি " টাচ মাল্টি-পার্টি কলিং অ্যাপ্লিকেশন যা বিশেষভাবে জিও ব্যবহারকারীদের জন্য"। এক সঙ্গে ১০ জনকে কলের সুবিধা ছাড়াও এই অ্যাপে এইচডি কনফারেন্স কলিংয়ের সুবিধাও রয়েছে। রিয়েল টাইম কনফারেন্স সেটআপে, কলে আরও অংশগ্রহণকারীদের যুক্ত করা বা বাদ দেওয়া, এবং লেকচার মোডে পরিবর্তন করার মত নানান ফিচার রয়েছে।

আপনি যদি রিলায়েন্স জিও ব্যবহারকারী হন, প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। আপনার জিও নম্বর দিয়ে রেজিস্টার করুন। আপনার নম্বরে পাঠানো ওটিপি দিয়ে সাইন ইন করতে হবে অ্যাপলিকেশনটি ।

অ্যাপ্লিকেশনটিতে লগ ইন করার পরে আপনার পরিষেবাটি সক্রিয় করার জন্য contactjiojgt@gmail.com এ আপনার ফোন নম্বর পাঠাতে হবে (অ্যাপ্লিকেশনটি তার বিটা ফেজের বাইরে চলে গেলে এই স্টেপটি থাকবে না)। একবার সক্রিয় হয়ে গেলে, অ্যাপ্লিকেশনটি আপনাকে ১০ জন পরিচিতির সঙ্গে একযোগে কনফারেন্স কল করতে দেবে।

Read the full story in English

reliance jio
Advertisment