/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/reliance-jio-7592.jpg)
সেলিব্রশন প্যাকে মিলবে আট জিবি অতিরিক্ত ফ্রি ডেটা। তবে এর সময় সীমা মাত্র চার দিন। প্রতিদিনের দু’জিবির ডেটা পাওয়া যাবে জিও-র সেলিব্রেশন প্যাকে। জিও সাধারণত তার জন্মবার্ষিকিতে এ ধরণের অফার দিয়ে থাকে। গতবার যেখানে পাঁচদিনের জন্য দেওয়া হচ্ছিল মোট ১০ জিবি ডাটা। সেখানে এবার বিনামূল্যে পাওয়া যাবে ৮ জিবি। তবে গত বছর সেপ্টেম্বর মাসের শেষ দিনে বাড়ানো হয়েছিল প্যাকের মেয়াদ।
তবে সবার ভাগ্য খুলবে কিনা, তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। একটি সংস্থার রিপোর্ট অনুযায়ী, চারদিনের এই অফার আপনি পাচ্ছেন কিনা, তা জানতে আপনাকে মাই জিও অ্যাপে লগ ইন করতে হবে। স্পেশাল অফার শুধুমাত্র প্রাইম মেম্বারদের জন্য বৈধ। তার জন্য লগ ইনের পর আপনাকে যেতে হবে মাই প্ল্যান সেকশনে। মাই অ্যাপ সেকশন রিফ্রেস করলে আপনি ডেটা বেনিফিট পাচ্ছেন কি না তা দেখে নিতে পারবেন। অনেকে টুইট করে জানিয়েছেন এই অফার পেয়েছেন বেশ কিছু জিও গ্রাহক।
@JioCare will I get Jio Holi Celebration Pack...
8 GB for 4 days.2gb each for 4 days.
Is Jio Holi Celebration Pack coming.....
????????????????????????????????????????????????????????????????????????????????????????????— Sameer Saxena (@sameer8saxena) March 14, 2019
Jio care i recharged in 23 feb so i had never got a jio celebration pack so plz check the problem n make a soln
— Manoj gowda (@Manojgo03460677) March 10, 2019
এক সংবাদ সংস্থার রিপোর্টে উল্লেখ আছে, চলতি বছরে ১৭ মার্চ এর মেয়াদ শেষ, তবে এটি ব্যবহারকারীদের সঙ্গে পরিবর্তিত হবে। জিও সেলিব্রেশন প্যাক সক্রিয় থাকলে, বৈধতার তারিখ এবং সময় প্ল্যানের সঙ্গে বলে দেওয়া হবে আপনাকে। মনে রাখবেন, সবার জন্য নয় এই অফার। অনেকটা ভাগ্যের ওপর নির্ভর করছে রিলায়েন্সের সেলিব্রেশন প্যাক। তবে পুরো বিষয়টির জন্য আপনাকে মাই জিও অ্যাপ্লিকেশনটি আপডেট করতে হবে, এবং সেখানেই ঢুঁ মারতে হবে।
Read the full story in English