দাম বাড়ল রিলায়েন্স জিওর রিচার্জ প্ল্যানের। মাস না ঘুরতেই দাম সহ রিচার্জ প্ল্যানের পরিকাঠামো বদলে দিচ্ছে প্রতিটি নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী সংস্থা। মূলত ডিসেম্বর মাস থেকেই শুরু হয়েছে। সম্প্রতি রিলায়েন্স জিও তার এক রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পরিষেবা এক রেখে দাম বাড়ানো হয়েছে ১০০ টাকা।
Advertisment
রিচার্জ প্ল্যানটি যখন লঞ্চ হয় তখন দাম ছিল ২১৯৯ টাকা। পরবর্তী কালে নতুন বছর উপলক্ষে দাম করা হয় ২০২০। সম্প্রতি সেই প্ল্যানের দাম হয়েছে ২১২১।
Advertisment
এই রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে দৈনিক ১.৫ জিবি ডেটা। জিও টু জিও ফ্রি। তবে জিও টু নন্ জিও ১২,০০০ মিনিট ফ্রি পাবেন। ১০০ টি এসএমএস করতে পারবেন রোজ। এছাড়া, জিও সিনেমা জিও টিভি সহ একাধিক সুবিধা ভোগ করতে পারবেন। বৈধতা থাকবে ৩৩৬ দিন। উল্লেখ্য, বৈধতাও কমানো হয়েছে ২৯ দিন। দাম কম থাকাকালীন এই রিচার্জপ্ল্যান ব্যবহার করা যেত টানা এক বছর অর্থাৎ ৩৬৫ দিন।