Advertisment

Jio Independence Day Offer 2024: বর্ষসেরা অফার নিয়ে হাজির Jio, বাজার ধরার লড়াইয়ে নিজেকে প্রমাণে ফের মরিয়া

জিও ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
jiotv,jio cinema,reliance jio cheapest plan,jio cheapest data pack,jio cheapest plan,jio rs 899 plan,jio rs 899 plan benefits,jio rs 899 plan detail in hindi,jio rs 899 plan details

কোটি কোটি ইউজার ধরে রাখতে মরিয়া Jio!

Jio Independence Day Offer 2024: প্রতিযোগিতার লড়াইয়ে টিকে থাকতে মরিয়া রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য নিয়ে আসতে চলেছে অনেক বড় অফার। তবে, সম্প্রতি Jio তার মোবাইল রিচার্জ প্ল্যানের দাম উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এখন কোম্পানি জিও ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে।

Advertisment

স্বাধীনতা দিবস উপলক্ষে কোম্পানি নিয়ে এসেছে এই অফার দিয়েছে। ১৫ ই আগস্ট ভারত তার ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছে। টেলিকম সেক্টরের অনেক কোম্পানি এই উপলক্ষকে সামনে রেখে দেশবাসীর জন্য নিয়ে আসে দারুণ সব চমক। রিলায়েন্স জিও তাদের মধ্যে অন্যতম।

আপনি এক হাজার টাকা ছাড় পাবেন

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রিলায়েন্স জিও তার AirFiber পরিষেবার ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ অফার চালু করেছে। এই অফারের অধীনে, যারা Jio-এর AirFiber ব্রডব্যান্ড সংযোগ পান তারা বাঁচাতে পারেন এক হাজার টাকা।

প্রকৃতপক্ষে, আপনি যদি রিলায়েন্স জিও-এর একটি নতুন এয়ারফাইবার কানেকশন নেন তাহলে আপনাকে এক হাজার টাকার অতিরিক্ত ইনস্টলেশন চার্জ দিতে হবে, কিন্তু স্বাধীনতা দিবস উপলক্ষে কোম্পানি তার নতুন ব্যবহারকারীদের বিনামূল্যে এয়ারফাইবার সংযোগ ইনস্টল করার অফারের কথা জানিয়েছে। তবে এই অফারের অধীনে একটি শর্তও রেখেছে Jio। Jio-এর মতে, এই অফারটি পেতে, AirFiber সংযোগ কিনছেন এমন নতুন গ্রাহকদের কমপক্ষে ৩ মাসের জন্য একটি প্ল্যান কিনতে হবে। Jio AirFiber-এর সবচেয়ে সস্তা প্ল্যানটি ৫৯৯ টাকা।

আরও পড়ুন - < ISS Mission: মহাশূন্যে পাড়ি, সৃষ্টি হতে চলেছে নতুন এক ইতিহাসের, উচ্ছ্বাসে ভাসছে ইসরো >

মোট কত টাকা খরচ হবে?

আপনি যদি এই প্ল্যানের তিন মাসের সাবস্ক্রিপশন নেন, তাহলে আপনাকে মোট ২১২১ টাকা (ট্যাক্স সহ) খরচ করতে হবে। একই সময়ে, আপনি যদি স্বাধীনতা দিবসের অফার ছাড়াই এই প্ল্যানের সঙ্গে একটি নতুন সংযোগ নেন অর্থাৎ সাধারণ দিনে, তাহলে মোট আপনাকে ৩১০০ টাকার বেশি খরচ করতে হবে।

মনে রাখবেন এই সীমিত অফারে কোম্পানি শুধুমাত্র ইনস্টলেশন চার্জে ছাড় দিয়েছে, কোম্পানি মাসিক প্ল্যানের মূল্যে কোনো ছাড় দেয়নি। এই প্ল্যানে ব্যবহারকারীরা 1TB মাসিক ডেটা, 800 টিরও বেশি ডিজিটাল টিভি চ্যানেল এবং 13টিরও বেশি OTT অ্যাপের সুবিধা পাবেন৷

jio recharge plan jio
Advertisment