/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/jio-intarect-2.jpg)
জিও ইউজারদের জন্য় সুখবর, এবার সরাসরি কথা বলুন বিগ-বি'র সঙ্গে।
রিলায়েন্স জিও বৃহস্পতিবার তাঁদের নতুন একটি পরিষেবা চালু করল। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ এই পরিষেবাটির নাম জিও ইন্ট্যারাক্ট।
এই পরিষেবাটি ব্যবহার করে জিও ইউজাররা ভারতের বিখ্যাত সমস্ত সেলেবদের মুখোমুখি হতে পারবেন। ব্যবহারকারীদের উৎসাহী করে তুলতে এই পরিষেবায় প্রথম হাজির হবেন বিগ-বি। জিও ইন্ট্যারাক্টের মাধ্যমে তিনি তাঁর আগামী ছবি ১০২ নট আউটের বিষয়ে জিও ইউজারদের সঙ্গে সরাসরি কথা বলবেন।
বর্তমানে জিওর সমস্ত গ্রাহকরাই পাবেন এই সুবিধা। জিও জানিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাঁরা ভিডিও কল সেন্টার, ভিডিও ক্যাটালগ এবং ভার্চুয়াল শোরুম ও বাজারে আনবে।
জিও ইন্ট্যারাক্টের প্রথম পরিষেবা লাইভ ভিডিও কলের মাধ্যমে অমিতাভ বচ্চন সহ ভারতের সেরা তারকাদের সঙ্গে দিনের যেকোনও মুহূর্তে কথা বলতে পারবেন। এই পরিষেবাটি ব্যবহার করে তাঁরা সেলেবদের বিভিন্ন প্রশ্নও করতে পারবেন।
এই পরিষেবাটি কীভাবে ব্যবহার করবেন।
১. MyJio অ্যাপটি ডাউনলোড করুন।
২. এর পর MyJio অ্যাপের মধ্যে জিও ইন্ট্যারাক্ট আইকনটিতে ক্লিক করুন।
৩. এবার ভিডিও কলের মাধ্যমে সরাসরি কথা বলুন বিগ-বি'র সঙ্গে।
৪. কথা বলার পাশাপাশি আপনি আপনার অভিজ্ঞতা বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারবেন।