/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/jio-sarathi.jpg)
ঝামেলা ঝঞ্ঝাটের শেষ। একবার নির্দেশ দিলেই চটজলদি কাজ সেরে ফেলবে 'জিও সারথি'। সদ্য রিলায়েন্স জিও লঞ্চ করেছে , জিও অ্যাসিসটেন্ট, নাম 'সারথি'। ডিজিটাল রিচার্জের কাজকে আরও সহজ করে তুলবে এই অ্যাপ অ্যাসিসটেন্ট।
এখন প্রশ্ন আপনার সহায়ককে পাবেন কোথায়? MyJio app প্রবেশ করুন। সেখানেই আপানাকে সাহায্য করার জন্য অপেক্ষা করছে 'জিও সারথি'। যারা অনলাইন মাধ্যমে রিচার্জ করতে পারবেন না তারা এই জিও সারথির সাহায্য অতিসহজেই রিচার্জ করে ফেলতে পারবেন। জিও এক্জিকিউটিভ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেম ছাড়া জিও ফোনেও পাওয়া যাবে এই অ্যাসিসটেন্টকে।
জিও সারথি ইউজারকে একের পর এক ভয়েস ডিরেকশন দেবে। যা শুনে শুনেই কাজ করতে পারবেন আপনি। ইংরেজি ও হিন্দি ভাষাতে কথা বলবে জিও অ্যাসিসটেন্ট। তবে কোম্পনির তরফ থেকে জানানো হয়েছে ১২ টি আঞ্চলিক ভাষাতেও ব্যবহার করতে পারবেন 'জিও সারথি'। রিচার্জ প্যাক বাছাই থেকে পেমেন্ট করা অবধি পুরোটাতেই ভয়েস কমেন্টের মাধ্যমে সাহাজ্য করবে এই অ্যাসিসটেন্ট।
Read the full story in English