রিলায়েন্স জিও সম্প্রতি তার প্রিপেইড প্ল্যানগুলিকে পুনরায় বদলে ফেলেছ। এর মধ্যে কিছু প্যাক বন্ধ হয়ে গিয়েছে, কিছু ব্যয়বহুল হয়েছে এবং কিছু প্ল্যান থেকে হ্রাস পেয়েছে সুবিধা। টেলিকম অপারেটর তার JioPhone এক্সক্লুসিভ প্রিপেইড প্ল্যানের সঙ্গেই মূলত এটি করেছিল। তবে মুকেশ-আম্বানির নেতৃত্বাধীন টেলিকম সংস্থা JioPhone এর জন্য দুটি নতুন সংক্ষিপ্ত বৈধতার রিচার্জ প্যাক লঞ্চ করেছে। যার দাম ৪৯ টাকা এবং ৬৯ টাকা।
Advertisment
৪৯ টাকা প্রিপেইড প্ল্যান
৪৯ টাকার প্রিপেইড প্ল্যানের বৈধতা ১৪ দিন। ফোর জি সঙ্গে ২ জিবি ব্যবহার করতে পারবেন। প্ল্যানের আওতায় রয়েছে ২৫ টি এসএমএস, আনলিমিটেড অন নেট কলিং এবং অফ নেট আউটগোয়িং কলগুলির জন্য বরাদ্দ ২৫০ মিনিট। তবে আগে যখন ৪৯ টাকার রিচার্জ প্ল্যান ছিল তাতে ১ জিবি ডেটা দিলেও বৈধতা ছিল ২৮ দিন। এবং এসএমএসের সংখ্যা ছিল ৫০ টি। অর্থাৎ দেখতে গেলে রিচার্জে দাম এক রয়েছে সুবিধা কমে গিয়েছে।
Advertisment
৬৯ টাকার প্রিপ্ইড রিচার্জ প্ল্যান
জিওফোনের নতুন ৬৯ টাকার প্রিপেইড প্যাকে গ্রাহকরা আনলিমিটেড অন নেট কলিং, অফ নেট কলিংয়ের জন্য ২৫০ মিনিট এবং ২৫ টি এসএমএস পাবেন। এই পরিকল্পনার অতিরিক্ত সুবিধাগুলির মধ্যেও জিও অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে,পড়তে থাকুন