Advertisment

রিলায়েন্স জিও ক্রিকেট প্যাক, মুম্বাইতে বাড়ি, নগদ কোটি টাকা, শুধু মোবাইল গেমেই

'জিও ক্রিকেট প্লে অ্যালং' নামে সিজন প্যাক চালু হতে চলেছে । এটি একটি লাইভ মোবাইল গেম, যেখানে অংশ নিলে মিলতেই পারে কোটি টাকার পুরষ্কার জিতে নেওয়ার সুযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
Jio, জিও

জিও সেলিব্রেশন অফার

রিলায়েন্স জিও ব্যবহারকারীদের জন্য ফের সুখবর। 'জিও ক্রিকেট প্লে অ্যালং' নামে সিজন প্যাক চালু হতে চলেছে । এটি একটি লাইভ মোবাইল গেম, যেখানে অংশ নিলে মিলতেই পারে কোটি টাকার পুরষ্কার জিতে নেওয়ার সুযোগ। গেমটি খেলতে গেলে অবশ্যই ডাউনলোড করতে হবে মাই জিও অ্যাপ। গেমটিতে ৬০টি ক্রিকেট ম্যাচ লাইভ খেলা যাবে, যার সময়সীমা থাকবে সাত সপ্তাহ। জিততে পারলে পুরষ্কার হিসেবে পাবেন নগদ টাকা এবং মুম্বাইতে একটি বাড়িও। সারা বিশ্বের ক্রিকেটপ্রমীরা তাঁদের মোবাইলে লাইভ ম্যাচ খেলতে পারবেন। এই খেলায় উত্সাহ দিতে রিলায়েন্স জিও ৫১ দিনের 'ক্রিকেট সিজন প্যাক' চালু করতে চলেছে। যেখানে ২৫১ টাকায় মিলবে ১০২ জিবি ডেটা।

Advertisment

৭ এপ্রিল থেকে জিও ধনা ধন লাইভে শুরু 'রান আউট অফ লাইটার' ক্রিকেট কমেডি শো। তবে শুধু জিও গ্রাহকরা নয়, অন্যান্য পরিষেবা ব্যবহারকারীরাও এই শো দেখার সুযোগ পাবেন। এই শোটি পরিচালনা করবেন কমেডিয়ান সুনীল গ্রোভার এবং স্পোর্টস অ্যাঙ্কর সমীর কোচার। অনুষ্ঠানটি ৭ এপ্রিল থেকে শুরু হবে, প্রতি শুক্রবার, শনিবার ও রবিবার সন্ধ্যে ৭.৩০ থেকে লাইভ দেখা যাবে প্রতিটি এপিসোড। জনপ্রিয় কমেডিয়ান  শিঙ্গা শিণ্ডে, আলি আসগর, সুগন্ধা মিশ্র, সুরেশ মেনন, পারেশ গণিত, শিবানী দণ্ডেকার এবং অর্চনা বিজয়ের মতো অ্যাঙ্কররা এই শোতে উপস্থিত থাকবেন। কপিল দেব এবং বীরেন্দ্র শেহবাগের মতো ক্রিকেটারও এই শোতে যোগ দেবেন বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ।

মেক ইন্ডিয়া লাফে সমীর, শিলপা, কাপিল ও ভিরু পাজির সঙ্গে অ্যাঙ্কার হিসেবে দেখা গিয়েছিল সুনীল গ্রোভারকে। এছাড়াও লাল্লু বল্লে ওয়ালা শোতে প্রফেসরের ভুমিকায় দেখা গিয়েছিল তাঁকে। হাস্যকৌতুক অভিনেতা সুনীল গ্রোভার অবশ্য নতুন চ্যালেঞ্জে খুশিই। তিনি বলেছেন, 'জিও এদেশে গেম চেঞ্জার হিসেবেই মূলত পরিচিত। দর্শকরা এভাবে ক্রিকেট দেখতে অভ্যস্ত নয়।  আমি এই নতুন পিচে ব্যাট করে আনন্দ পাব।

কিছুদিন আগে জিও গ্রাহকদের জন্য  সুখবর ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি।  সম্পূর্ণ নিখরচায় মিলবে বারো মাসের কমপ্লিমেন্টারি প্রাইম বেনিফিট।  যে সব গ্রাহদের প্রাইম মেম্বারশিপ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে তাঁরাও এই সুবিধা পেতে পারেন। ২০১৮-র ৩১ মার্চের আগে যাঁরা জিও প্রাইমের মেম্বার হয়েছেন, তাঁরা মাই জিও অ্যাপ ডাউনলোড করে সেখানে গিয়ে ফের নম্বর রেজিস্টার করলেই পেয়ে যাবেন একবছরের জন্য কমপ্লিমেন্টারি মেম্বারশিপ।  আর নতুন গ্রাহকরা মাত্র ৯৯ টাকার বিনিময়ে জিও প্রাইম মেম্বারশিপ নিতে পারবেন। এর আগে রিলায়েন্স জিও নতুন গ্রাহকদের জন্য নিয়ে এসেছিল ফুটবল ক্যাশব্যাক অফার। সেখানে ২২০০ টাকা অবধি  ক্যাশব্যাক থাকলেও এখানে কোনওরকম গেমের সুযোগ ছিল না।

jio
Advertisment