Advertisment

JioPhone Lite: দুর্দান্ত প্ল্যান দিচ্ছে রিলায়েন্স! ইন্টারনেট ছাড়াই চলবে ফোন

Reliance JioPhone Lite: জিও লাইট নামেই আসতে চলেছে রিলায়েন্সের এই নয়া ফোন এবং এই হ্যান্ডসেটের জন্য ৫০ টাকার বিশেষ রিচার্জ প্যাকও আসবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ওয়াইফাই ব্যবহারকারীদের অধিক সময়ের জন্য ভয়েস / ভিডিও কলিংয়ের অভিজ্ঞতা দেবে।

Reliance JioPhone Lite Features, Recharge Plans: রিলায়েন্স জিও নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্ক কল করার জন্য আলাদা করে পয়সা খরচ হয়। শোনা যাচ্ছে, জিও তার গ্রাহকদের এমন একটি ফোন আনার কথা করার কথা যেখানে ইন্টারনেট সংযোগ নেই, শুধুমাত্র ভয়েস কলের সুবিধেই তাতে পাওয়া যাবে।

Advertisment

যদিও এই বিষয়ে একটি মিডিয়া রিপোর্টে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পর্যবেক্ষকরা মনে করেছেন কিছুটা বিবেচনার পরই এটা প্রকাশ্যে আনা কোম্পানির জন্য লাভজনক।

আরও পড়ুন, স্যামসাং-র নয়া ফিচার, সেলফি ক্যামেরা অন করেই টাইপ করা যাবে!

এটা অস্বীকার করার জায়গা যে ভারতে মোবাইল ফোন ব্যবহারকারীদের একটি বিশাল অংশ রয়েছে যাঁরা কেবল কল করার জন্য ফোন ব্যবহার করেন এবং তাদের স্মার্টফোনের প্রয়োজন হয় না। রিলায়েন্স দাবি করেছে, ভারতে ৫00 মিলিয়ন গ্রাহক রয়েছেন যারা এই ফিচার ফোনটি ব্যবহার করতে পারে। এর আগে রিলায়েন্স একটি ফিচার ফোন জিও ফোন চালু করেছিল এবং পরবর্তীতে সীমিত ডেটায় জিও ফোন ২-ও চালু করেছিল। সুতরাং, এই সংখ্যাটি আজকের নিরিখে নাও হতে পারে। কারণ জিও-র সস্তার অফারের কারণে অনেকে স্মার্টফোন ব্যবহার করতে শুরু করেছেন।

আরও পড়ুন,অতিরিক্ত ছয় পয়সা লাগলেও, জিওতে ক্রমশ বাড়ছে গ্রাহক সংখ্যা, পিছিয়ে এয়ারটেল ভোডাফোন

রিপোর্টে জানা যাচ্ছে, ৫০০ টাকায় বাজারে আসতে চলেছে এই নতুন জিও ফোন লাইট। তবে সেটা নেমে ৪০০ টাকাও হতে পারে এবং ২৮ দিনের ভ্যালিডিটি সহ যার সর্বনিম্ম রিচার্জ হতে পারে ৫০ টাকা। জিও থেকে জিও নেটওয়ার্কে বিনামূল্যে এবং স্বল্প খরচে এয়ারটেল বা ভোডাফোন, আইডিয়া-র মতো অন্য নেটওয়ার্কেও কল করা যাবে।

reliance jio smartphone
Advertisment