Advertisment

Reliance Jio Oppo Monsoon offer: পাওয়া যাবে ৪৯০০ টাকার ক্যাশব্যাক

Reliance Jio Oppo Monsoon offer: খেলার মরসুমের অফারের মাঝেই রিলায়েন্স জিওর মনসুন অফার। Oppo র সঙ্গে নতুন অফারে গাঁটছড়া বেঁধেছে Jio।

author-image
IE Bangla Web Desk
New Update
Jio, জিও

জিও সেলিব্রেশন অফার

খেলার মরশুমের অফারের মাঝেই রিলায়েন্স জিওর মনসুন অফার। সম্প্রতি Oppo র সঙ্গে নতুন অফারে গাঁটছড়া বেঁধেছে জিও। নতুন Oppo মডেল ও RealMe কিনলে, পাশাপাশি জিও পরিষেবায় সাবসাক্রাইব করলে ফোরজি স্পিডের ৩.২ টিবি সহ পাওয়া যাবে  ৩৯ মাসে ৪,৯০০ টাকার ক্যাশব্যাক। এই অফার চলবে ২৮ জুন থেকে ২৫ সেপ্টেম্বর অবধি। তবে অফার ক্রেডিটেড হবে ১২৯ বা ২৯৯ টাকার প্রথমবারের রিচার্জের পর।

Advertisment

নতুন হোক বা পুরোনো, Oppo মনসুন অফারের আওতায় মিলবে একাধিক সুবিধা। প্রথম ১৯৮/২৯৯ টাকার রিচার্জ করলে প্রথম ধাপে নগদ ক্যাশব্যাক পাওয়া যাবে ১,৮০০ টাকা। তারপর বাকি টাকা ৩৬ বার ক্যাশব্যাক ভাউচার হিসাবে ক্রেডিটেড হবে আপনার জিও মানিতে, প্রত্যেকবারের টাকার অঙ্ক থাকবে ৫০ টাকা। ১৩ মাসের মধ্যে তিনবার কাজে লাগাতে পারবেন এই টাকা।

প্রথমে ১৯৮/২৯৯ টাকার রিচার্জ করলে প্রথম নগদ ৬০০ টাকা ক্যাশব্যাক পাবেন ১৩, ২৬ ও ৩৯ তম রিচার্জের পর। তার জন্য আপনাকে প্রত্যেক মাসে ২৯৮ টাকার রিচার্জ করতে হবে। একইসঙ্গে ১,৩০০ টাকা অবধি ছাড় পাওয়া যাবে মেক মাই ট্রিপে। প্রথম রিচার্জের সময়সীমা থাকবে ২৮ দিন।

reliance jio oppo
Advertisment