Reliance Jio Phone 2 Sale: আজকে ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Jio Phone 2। সেল শুরুতেই শেষ হয়ে গিয়েছিল জিও ফোন টুয়ের স্টক। অগত্যা সেদিনই কোম্পানি থেকে ঘোষণা করা দিয়েছিল আগামী সেলের দিন। আজ বেলা ১২ টা থেকে শুরু হবে সেল। চলতি বছরের জুলাই মাসে জিও বার্ষিক সাধারণ সভায় ঘোষণা করা পর ১৬ আগস্ট কোম্পানির ওয়েবসাইট থেকে Jio Phone 2 কিনতে পেরেছিল ইচ্ছুক গ্রাহকরা। আজও কোম্পানির নিজস্ব ওয়েবসাইট http://www.jio.com/ থেকে কিনতে পারা যাবে ফিচার ফোনটি। ভারতীয় বাজারে যার দাম ২,৯৯৯টাকা।
গত বছর সেরা ফিচার ফোনের তালিকায় ছিল Jio Phone। স্মার্টফোনের সময়কালে জিওর ফিচার ফোন নিস্তেজ ডিভাইসতো বটেই। তবে দামের কথা উঠলে জিও ফোনে যে ফিচার রয়েছে তা যথেষ্ট। কিন্তু ছোট কিপ্যাড যা টাইপ করার ক্ষেত্রে একটু সমস্যাদায়ক। জিও ফোনের সেকেন্ড জেনারেশনের মধ্যে বহুল পরিবর্তন এনেছে রিলায়েন্স। QWERTY কিবোর্ডের সঙ্গে অানুভূমিক ডিসপ্লে এনে বদলে দিয়েছে জিও ফোনের আউটলুক।
বর্তমানে যেসব জনপ্রিয় ফিচার রয়েছে তার অধিকাংশই পাওয়া যাবে এই ফোনে। পুরোনো ব্ল্যাকবেরি ফোনের মত দেখতে জিও ফোন টু। QWERTY কিবোর্ডের মধ্যে রয়েছে চার দিকের নেভিগেশন কি। ২.৪-ইঞ্চির QWVGA ডিসপ্লে রয়েছে জিও ফোন টুয়ের মধ্যে। মাল্টিমিডিয়া ফিচার রয়েছে ফোনটির মধ্যে। KAI অপারেটিং সিস্টেমের মাধ্যমে চলা এই ফোনে থাকবে ৫১২ এমবি র্যাম এবং ৪ জিবি অনবোর্ড স্টোরেজ। ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে মাইক্রো এস ডি কার্ড ব্যবহার করে।
জিওফোন ২-এ থাকবে ২ এমপি রিয়ার ক্যামেরা এবং একটি ভিজিএ ফ্রন্ট ক্যামেরা সেন্সর। জিওফোন ২-তে 2,000mAh ব্যাটারি থাকছে। থাকছে VoLTE, VoWiFi, NFC, জিপিএস, ব্লুটুথ, এবং এফএম রেডিও। এই ফোন LTE Cat4 DL: 150Mbps/UL: 50Mbps, and LTE Band 2,5,40, 2G Band 900/1800-কে সাপোর্ট করবে।