Reliance jio: দক্ষ হাতে দাপুটে ব্যাটিং, চুপিসারে Jio লঞ্চ করল সেরা এই রিচার্জ প্ল্যান। 98 দিনের জন্য সীমাহীন 5G ডেটার পাশাপাশি এই প্ল্যানে গ্রাহকরা পাবেন বিনামূল্যে কলিংয়ের দারুণ সুবিধা।
সস্তায় গ্রাহকদের জন্য রোজই নিত্য নতুন রিচার্জ প্ল্যান সামনে আনছে Jio, এই তালিকায় এবার নয়া সংযোজন জিও-র নতুন 999 টাকার প্ল্যান। এই প্ল্যানের বৈধতা 98 দিন। এই প্ল্যানের অধীনে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক 100টি SMS এবং 2 জিবি ডেটার সুবিধা পাবেন।
রিলায়েন্স জিও জিও ব্যবহারকারীদের জন্য 999 টাকার একটি নতুন প্রিপেড প্ল্যান চালু করেছে। শুল্ক বৃদ্ধির আগেও কোম্পানি 999 টাকার প্ল্যান গ্রাহকদের অফার করত। মাসুল বৃদ্ধির পর সেই রিচার্জ প্ল্যানের দাম বেড়ে হয়েছে 1199 টাকা। কিন্তু এবার Jio এখন তার গ্রাহকদের জন্য ফের নিয়ে এসেছে 999 টাকার প্ল্যান। এই 999 টাকার প্ল্যানে Jio-এর ওয়েবসাইটে 'Hero 5G' নামে নিয়ে আসা হয়েছে । আগের 999 টাকার প্ল্যানে, Jio ব্যবহারকারীরা প্রতিদিন 3 জিবি ডেটার সুবিধা পেলেও কিন্তু নতুন প্ল্যানে, ব্যবহারকারীরা দৈনিক মাত্র 2 জিবি ডেটা পাবেন।
আরও পড়ুন - < Instagram: Instagram-র শোরগোল ফেলা ফিচার, একটা রিলেই ব্যবহার করা যাবে ২০ গান, পান আরও ভাল অভিজ্ঞতা >
Jio-এর নতুন 999 টাকার প্ল্যানের বৈধতা 98 দিন। এই প্ল্যানের অধীনে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক 100টি SMS এবং দৈনিক 2 জিবি ডেটা পাবেন। এর মানে হল যে বৈধতা শেষ না হওয়া পর্যন্ত গ্রাহকরা মোট 196 জিবি ডেটা পাবেন। যদি আপনার এলাকায় 5G নেটওয়ার্ক পৌঁছে যায়, তাহলে আপনি এই প্ল্যানের অধীনে সীমাহীন 5G উপভোগ করতে পারবেন। এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা Jio TV, Jio Cloud, Jio Cinema-এ অ্যাক্সেস পাবেন। একই সময়ে, 2 জিবি দৈনিক সীমা শেষ হয়ে গেলে, ইন্টারনেটের গতি কমে যাবে 64 kbps-এ।
Airtel-এর 979 টাকার প্ল্যান রয়েছে
অন্যদিকে, এয়ারটেল 979 টাকার প্ল্যান অফার করছে গ্রাহকদের । এই প্ল্যানটির বৈধতা 84 দিন এবং এতে প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS অন্তর্ভুক্ত রয়েছে। এয়ারটেলের প্ল্যানেও আনলিমিটেড 5G ডেটার অ্যাক্সেসও পাওয়া যায়। Airtel প্ল্যানের একটি অতিরিক্ত সুবিধা হল এতে 56 দিনের জন্য বিনামূল্যে Amazon Prime মেম্বারশিপ রয়েছে।