Reliance JioPhone: রিলায়েন্সের জিওফোন ব্যবহারকারীরা গড়ে প্রতি মাসে ৭ জিবি করে বেশি ডেটা ব্যবহার করবেন। এমনটাই বললেন সংস্থার পরিসংখ্যান প্রধান আংশুমান ঠাকুর। উপরন্তু, জিও মনসুন হাঙ্গামা অফারে আরও সুবিধা যোগ করা হচ্ছে।
ঠাকুরের বক্তব্য অনুযায়ী, আগের ২ জিবি এবং পরবর্তীকালের ৭ জিবি অর্থাৎ প্রায় ৯ জিবি ডেটা পেতে চলেছে গ্রাহকরা। জিওর প্রিমিয়াম অ্যাপ্লিকেশন এবং পরিষেবাগুলির মধ্যে বেশিরভাগ ফিচারই রয়েছে এই ফোনে। সংস্থার দাবি, এই অফারে জিওফোনের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে, ১৫ আগস্ট থেকে এই ফোনে থাকবে হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব। এই একই তারিখে গত মাসে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড লঞ্চ করে জিওফোন টু, বর্তমানে আগাম বুকিংয়ের জন্য উপলব্ধ আছে এই ফোনটি।
Reliance JioPhone Data Plan Offer 2018
রিলায়েন্স জিওর তরফ থেকে জানানো হয়েছে, জিওফোন টু এর জন্য খরচ পড়বে মাত্র ৫০১ টাকা। এত কম দামে ফিচার ফোন ব্যবহারকারীদের স্মার্টফোনের দুনিয়ায় চলে আসার সুযোগ এর আগে কখনও ঘটেনি। শুধু তাই নয়, মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১০০ শতাংশ ছাড় দিচ্ছে বাছাই করা কিছু প্রিপেইড রেঞ্জের উপরে। উপরন্তু, প্রতি ৯৯ টাকায় ছয়টি করে কুপন কিনতে হবে, যা ছয় মাসের মধ্যে প্রত্যেক দিন ৫০০ এমবি করে ডেটা ব্যবহার করতে পারবে। এই পদক্ষেপে অংশ নিয়েছে কোম্পানির ২৫ মিলিয়ন জিওফোন ব্যবহারকারী।
এছাড়াও জিওফোন ২ লঞ্চের কথা ঘোষণা করেছে রিলায়েন্স জিও। নতুন এই জিও ফোনের দাম হবে ২৯৯৯ টাকা। আগামী ১৫ অগাস্ট থেকে বাজারে মিলবে জিওফোন ২।
জিও ডট কম সূত্রে জানা গেছে, রিচার্জে ১০০ শতাংশ ছাড় পেতে ৩৯৮ টাকা বা তার বেশি মূল্যের রিচার্জ করতে হবে। এই রিচার্জ করালে ১০০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া য়াবে ৪০০ টাকার ক্যাশব্যাক ভাউচারের মাধ্যমে। এ ছাড়া কিছু পেমেন্ট ওয়ালেট ব্যবহার করলে ১০০ টাকা পর্যন্ত ১০০ শতাংশ ক্যাশব্যাক অফার পাওয়া যাবে।