/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/my-jio-app.jpg)
রিলায়েন্স জিও নিয়ে এল ইউ পি আই পাওয়ার্ড পেমেন্ট অপশন। যার মাধ্যমে গ্রাহকরা সহজেই লেনদেন করতে পারবে টাকা। তবে এই অপশন এখনই সকল গ্রাহকদের কাছে উপলব্ধ নয়। আগামীদিন জিও সাবসক্রাবার্সরা ইউপিআই মাধ্যমে নিরাপদে পেমেন্ট করতে পারবেন।
আমরা এই সার্ভিসকে যাচাই করে দেখেছি। কিন্তু এখনও উপলব্ধ নয়। রিলায়েন্স জিও সংস্থার সঙ্গে এ বিষয়ে কথা বললে তারা বিষয়টি নিশ্চিত করেনি। আবার এমন সুবিধা যে জিও গ্রাহকরা পাবেন না তাও অস্বীকার করে নি।
এনট্র্যাকারে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে উল্লেখ রয়েছে, জিও প্রথম টেলিকম অপারেটিং নেটওয়ার্ক হবে যারা ইউপিআই পরিষেবা দেবে। সংস্থার ইতিমধ্যে একটি ওয়ালেট পরিষেবা রয়েছে, যার নাম জিও মানি।
প্রতিবেদন অনুযায়ী সংস্থাটি ইউপিআই পরিষেবাগুলিকে তার মাইজিও অ্যাপ্লিকেশনে পাওয়া যাবে। পরিষেবাটি ব্যবহার করার সময়, জিও গ্রাহকরা @ Jio এর শেষে একটি ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস (ভিপিএ) পাবেন। অন্যান্য অনলাইন পেমেন্ট অপশনের মত এতেও ব্যঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করতে হবে।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ পেমেন্ট সার্ভিস চালু করার জন্য NPCI এর সঙ্গে কথোপকথন চালাচ্ছে।
Read the full story inEnglish