Advertisment

এক ঝলকে দেখে নিন দাম বাড়ার পর কোন নেটওয়ার্কে খরচ কম

ডিসেম্বর মাসের শুরু থেকে প্রতি নেটওয়ার্কে প্রায় পঞ্চাশ শতাংশ দাম বেড়েছে। কিন্তু কম-বেশি দামের ফারাক রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

 জিও'র ১২৯ টাকার প্ল্যান

Advertisment

এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। ২ জিবি করে ডেটা পাওয়া যাবে। সঙ্গে ভয়েস কলের জন্য ১০০০ মিনিট ফ্রি। কোনো আনলিমিটেড সুবিধা নেই।

এয়ারটেল'র ১৪৮ টাকার প্ল্যান

২ জিবি ডেটা , ৩০০ দৈনিক এসএমএস ও সঙ্গে ১,০০০ মিনিট অফ নেট কলিং সুবিধা।

ভোডাফোন-আইডিয়া'র ১৪৯ টাকার প্ল্যান

২ জিবি ডেটা , ৩০০ দৈনিক এসএমএস ও সঙ্গে ১,০০০ মিনিট অফ নেট কলিং সুবিধা।

 জিও'র ১৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এতে ৫৬ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। কল করার জন্য ১০০০ মিনিট অফ নেট ব্যবহার করতে পারবেন

এয়ারটেল'র ২৪৮ টাকার প্ল্যান

২ জিবি ডেটা ,সঙ্গে ১,০০০ মিনিট অফ নেট কলিং সুবিধা। এছাড়া মাসে মোট ৫৬ জিবি ডেটা পাওয়া যাবে।

ভোডাফোন-আইডিয়া'র ২৪৯ টাকার প্ল্যান

২ জিবি ডেটা ,সঙ্গে ১,০০০ মিনিট অফ নেট কলিং সুবিধা। এছাড়া মাসে মোট ৫৬ জিবি ডেটা পাওয়া যাবে।

 জিও'র ২৪৯ টাকার প্ল্যান

এই প্ল্যানের মেয়াদও ২৮ দিন। প্রত্যেকদিন ২ জিবি করে ব্যবহার করতে পারবেন। ১০০০ অফ নেট কলিং মিনিট পাওয়া যাবে এই সময়সীমার মধ্যে।

এয়ারটেল'র ২৯৮ টাকার প্ল্যান

প্রত্যেক দিন ২ জিবি ডেটা, ১০০০ অফ নেট কলিং মিনিট পাওয়া যাবে। যার বৈধতা থাকবে ২৮ দিন। এছাড়া প্রতিদিন ১০০ টি এসএমএস পাঠাতে পারবেন।

ভোডাফোন-আইডিয়া'র ২৯৯ টাকার প্ল্যান

প্রত্যেক দিন ২ জিবি ডেটা, ১০০০ অফ নেট কলিং মিনিট পাওয়া যাবে। যার বৈধতা থাকবে ২৮ দিন। এছাড়া প্রতিদিন ১০০ টি এসএমএস পাঠাতে পারবেন।

 জিও'র ৩৪৯ টাকার প্ল্যান

এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। প্রত্যেকদিন৩ জিবি করে ডেটা ও ১০০০ মিনিট অফ নেট কলের সুবিধা পাওয়া যাবে।

এয়ারটেল'র ৩৯৮ টাকার প্ল্যান

এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। প্রত্যেকদিন৩ জিবি করে ডেটা ও ১০০০ মিনিট অফ নেট কলের সুবিধা পাওয়া যাবে।

ভোডাফোন-আইডিয়া'র ৩৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। প্রত্যেকদিন৩ জিবি করে ডেটা ও ১০০০ মিনিট অফ নেট কলের সুবিধা পাওয়া যাবে।

 জিও'র ৫৫৫ টাকার প্ল্যান

এই প্ল্যানে প্রত্যেক দিন ১.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে। যার বৈধতা ৮৪ দিন। এই রিচার্জে ৩০০০ মিনিট অফ নেট কলের সুবিধা রয়েছে।

এয়ারটেল'র ৫৯৮ টাকার প্ল্যান

১.৫ জিবি করে প্রত্যেকদিন ইন্টারনেট ব্যবহারের সুবিধা। যার বৈধতা থাকবে ৮৪ দিন। এছাড়া প্রত্যেকদিন ১০০ টি করে এসএমএস ও ৮৪ দিনে মোট ৩০০০ মিনিট ফোন করতে পারবেন অন্য নেটওয়ার্কে।

ভোডাফোন-আইডিয়া'র ৫৯৯ টাকার প্ল্যান

১.৫ জিবি করে প্রত্যেকদিন ইন্টারনেট ব্যবহারের সুবিধা। যার বৈধতা থাকবে ৮৪ দিন। এছাড়া প্রত্যেকদিন ১০০ টি করে এসএমএস ও ৮৪ দিনে মোট ৩০০০ মিনিট ফোন করতে পারবেন অন্য নেটওয়ার্কে।

 জিও'র ৫৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন। ৩০০০ মিনিট অফ নেট কলের সঙ্গে প্রত্যেকদিন ২ জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন।

এয়ারটেল'র ৬৯৮ টাকার প্ল্যান

প্র্ত্যেকদিন ১০০ টি করে এমএসএম ও সঙ্গে ৩০০০ মিনিট অফ নেট কল এবং ২ জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন।

ভোডাফোন-আইডিয়া'র ৬৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন। প্র্ত্যেকদিন ১০০ টি করে এমএসএম ও সঙ্গে ৩০০০ মিনিট অফ নেট কল এবং ২ জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন।

 জিও'র ১,২৯৯ টাকার প্ল্যান

১২,০০০ মিনিট অফ নেট কল ও ২৪ জিবি ডেটা পাবেন, যার বৈধতা ৩৬৫ দিন।

এয়ারটেল'র ১,৪৯৮ টাকার প্ল্যান

৩,৬০০ এসএমএস ১২,০০০ মিনিট অফ নেট কল ও ২৪ জিবি ডেটা পাওয়া যাচ্ছে। এর মেয়াদ ৩৬৫ দিন।

ভোডাফোন-আইডিয়া'র ১,৪৯৯ টাকার প্ল্যান

৩,৬০০ এসএমএস ১২,০০০ মিনিট অফ নেট কল ও ২৪ জিবি ডেটা পাওয়া যাচ্ছে। এর মেয়াদ ৩৬৫ দিন।

 জিও'র ২,১৯৯ টাকার প্ল্যান

এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন। প্রত্যেকদিন ১.৫ জিবি ডেটা পাওয় যাবে। এছাড়া ১২,০০০ মিনিট অফ নেট কল করতে পারবেন।

এয়ারটেল'র ২,৩৯৮ প্ল্যান

প্রত্যেকদিন ১.৫ জিবি ডেটা সঙ্গে ১২,০০০ মিনিট অফ নেট কল পাওয়া যাবে। এর বৈধতা ৩৬৫ দিন।

Read the full story in English

Airtel data plans Airtel Recharge plan reliance jio Mukesh Ambani jio
Advertisment