Reliance JioPhone 2 with QWERTY keypad: Reliance JioPhone 2, সঙ্গে QWERTY কিবোর্ড। দাম ২৯৯৯ টাকা। নতুন ফোন নিয়ে হাজির রিলায়েন্স জিও। জিওর বয়স মাত্র ২ বছর। এই কয়েকদিনের মধ্যেই সাবস্ক্রাইবারের সংখ্যা পৌঁছেছে ২০০ মিলিয়ানে। আজ,৫ জুলাই ছিল কোম্পানির ৪১ তম বার্ষিক সাধারণ সভা (AGM)। সেখানেই JioPhone 2 এর লঞ্চ করে রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি।
https://platform.twitter.com/widgets.js
ফোনটিতে থাকবে আয়তাকার ২.৪ ইঞ্চির ডিসপ্লে । kai অপারেটিং সিস্টেমে চালিত হবে ফোনটিতে থাকেবে ২০০০ mAh এর ব্যাটারি। kaios এর সঙ্গে কয়েকদিন আগে গাঁটছড়া বেধেছে গুগল।
জিও ২- তে থাকবে ৫১২ এমবি র্যাম সহ ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এস ডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে ১২৮ জিবি অবধি ।
২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সহ VGA ফ্রন্ট ক্যামেরা থাকবে JioPhone 2 তে। এই ফোনের সাহায্যে ভিডিও কলও করা যাবে। 4G, VoLTE, VoWiFi, 3.5G, 2G, WiFi, LTE Cat4 DL এই সব রকম সিমই ব্যবহার করা যাবে ফোনটিতে। এছাড়া FM Radio, Bluetooth, GPS, and NFC তো রয়েছেই। ১৫ অগাস্ট থেকে ইচ্ছুক গ্রাহকরা কিনতে পারবেন JioPhone 2 ।
প্রসঙ্গত, জিও নিয়ে এসেছে মনসুন হাঙ্গামা অফার। যেখানে আপনার আগের JioPhone এক্সচেঞ্জ করলে ৫০১ টাকায় পেয়ে যাবেন JioPhone 2 ।