Advertisment

দিনে ৩ জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন ৮৪দিন, ধামাকাদার রিচার্জ প্ল্যানে জিও

দৈনিক ১০০ টি করে এসএমএস। এছাড়া, JioApps, JioCinema, Jio Savaan ব্যবহার করা যাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গত সপ্তাহে ২৩৯৯ টাকার একটি নতুন বার্ষিক প্ল্যান আনার পরে, রিলায়েন্স জিও শুক্রবার তার প্রিপেইড ব্যবহারকারীদের বাড়ি থেকে কাজ করার জন্য, ব্যবহারকারীদের আরও বেশি ডেটা দেওয়ার সুবিধার্থে তিন মাসের প্ল্যান চালু করেছে। প্ল্যানের দাম ৯৯৯ টাকা। টেলিকম অপারেটর ইতিমধ্যে যথাক্রমে ৫৯৯ এবং ৫৫৫ টাকার দুটি আরও তিন মাসের প্ল্যান রয়েছে।

Advertisment

নতুন ৯৯৯ টাকার প্ল্যানের সঙ্গে জিও ব্যবহারকারীদের আরও বেশি ডেটা দেওয়ার সুবিধে নিয়ে এসেছে। ৯৯৯ টাকার প্ল্যানে দৈনিক ৩ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। ডেটা শেষ হয়ে এলে ৬৪ কেবিপিএসে নেমে যাবে ইন্টারনেট স্পিড। জিও থেকে অন্য নন জিও নেটওয়ার্কে ৩০০০ মিনিট পাওয়া যাবে। সঙ্গে দৈনিক ১০০ টি করে এসএমএস। এছাড়া, JioApps, JioCinema, Jio Savaan ব্যবহার করা যাবে।

Reliance Jio Rs 2,399 plan: Benefits

জিও গত সপ্তাহে ২,৩৯৯ টাকার প্রিপেইড বার্ষিক প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানের আওতায় ব্যবহারকারীরা সীমাহীন জিও-টু-জিও ভয়েস কলিং, ১২,০০০ FUP মিনিট নন-জিও ভয়েস কলিং এবং ১০০ টি প্রশংসামূলক এসএমএসের সঙ্গে ২ জিবি হাই স্পিড দৈনিক ডেটা পাবেন। এর মেয়াদ ৩৩৬ দিন।

জিও ইতিমধ্যে ২,১২১ টাকার বার্ষিক রিচার্জ প্ল্যানে ১.৫ জিবি ডেটা আনলিমিটেড জিও-টু-জিও ভয়েস কলিং, ১২,০০০ FUP মিনিট নন-জিও ভয়েস কলিং এবং ৩৩৬ দিনের জন্য ১০০ টি করে দৈনিক এসএমএস সরবরাহ করে। উভয় বার্ষিক প্ল্যানে Jio সিনেমা, MyJioApp, Jio সাভান এবং আরও অনেক কিছুপ পরিষেবা পাওয়া যাবে।

Reliance Jio Rs 555, 599 plan: Details

জিও বেশ কিছু দিন আগে ৫৫৫ টাকার ত্রৈমাসিক প্ল্যান চালু করেছে। যার আওতায়, ব্যবহারকারীরা ৮৪ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাবেন, যা ৯৯৯ টাকার প্ল্যানের অর্ধেক। এই প্ল্যানটি নন জিওতে ৩০০০ মিনিট ফ্রি দিচ্ছে। রোজ ১০০ টি এসএমএস  এবং JioCinema, Jio Savan এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে।এছাড়া আপনি যদি দিনে ২ জিবি ডেটা ব্যবহার করতে চান তাহলে ৫৯৯ টাকার রিচার্জ করতে পারেন।

Read the full story in English

reliance jio jio
Advertisment