Advertisment

Rinku singh's gift to father: শ্রমিক বাবাকে লক্ষ লক্ষ টাকার সুপার বাইক! বিরাট উপহারে ঝড় তুললেন রিঙ্কু সিং

Rinku singh's gift to father: কেকেআর এবং জাতীয় দলের তারকা রিঙ্কু সিংহের জীবনসংগ্রাম এবং তাঁর বিনয়ী ব্যক্তিত্ব অনেক তরুণ ক্রিকেটারের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rinku Singh's gift to his father

Rinku Singh's gift to his father: বাবাকে দারুণ সুপার বাইক উপহার দিলেন রিঙ্কু (টুইটার)

Rinku singh's gift to father: বিয়ের সম্ভাব্য খবর নিয়ে ঝড় তুলে দিয়েছিলেন রিঙ্কু সিং। সমাজবাদী পার্টির সাংসদের কাছে রিঙ্কুর বিয়ের প্রস্তাব পৌঁছনোর খবর চাওর হয়ে গিয়েছে। এবার অন্য কারণে শিরোনামে কেকেআর সুপারস্টার।

Advertisment

বাবাকে বাইক উপহার দিলেন রিঙ্কু সিংহ। আবেগঘন মুহূর্ত হাজির হল সিং পরিবারে। ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা রিঙ্কু সিংহ সম্প্রতি তাঁর বাবাকে একটি বিলাসবহুল বাইক উপহার দিয়ে সকলের মন জয় করেছেন। জানা গেছে, তিনি ৩.১৯ লাখ টাকা মূল্যের একটি প্রিমিয়াম বাইক উপহার দিয়েছেন তাঁর বাবাকে, যিনি বহু বছর ধরে একটি সিমেন্ট ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করেছেন।

রিঙ্কু সিংহ বরাবরই কঠোর পরিশ্রম ও সংগ্রামের মাধ্যমে আজকের এই সাফল্য অর্জন করেছেন। উত্তরপ্রদেশের আলিগড়ের এক সাধারণ পরিবারের ছেলে রিঙ্কু ছোটবেলা থেকেই আর্থিক সংকটের মুখোমুখি হয়েছেন। তাঁর বাবা সিমেন্টের বস্তা বহন করতেন এবং মা গৃহস্থালির কাজ করতেন। কিন্তু ক্রিকেটের প্রতি অদম্য ভালোবাসা ও নিষ্ঠার ফলে তিনি আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠেছেন।

Advertisment

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, রিঙ্কু তাঁর বাবাকে নতুন বাইকটি উপহার দিচ্ছেন এবং আবেগপ্রবণ হয়ে পড়ছেন। তাঁর বাবা এই উপহারে অত্যন্ত খুশি হয়েছেন এবং ছেলের সাফল্যে গর্বিত বোধ করছেন।

পরিবারের সদস্যদের উচ্ছ্বাস ও আনন্দে ভরা মুহূর্তটি অনুরাগীদের মন ছুঁয়ে গেছে। রিঙ্কু সিংহের জীবনসংগ্রাম এবং তাঁর বিনয়ী ব্যক্তিত্ব অনেক তরুণ ক্রিকেটারের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে সঠিক সুযোগ এবং প্রচেষ্টার ফলে জীবনে সাফল্য অর্জন সম্ভব।

আইপিএল-এ তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য রিঙ্কু ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের প্রিয় হয়ে উঠেছেন। বাবাকে এই উপহার দিয়ে তিনি আবারও প্রমাণ করলেন যে সাফল্য অর্জনের পরেও শিকড়কে ভুলে যাওয়া উচিত নয়।

cricket Cricket News Rinku Singh
Advertisment