Kawasaki Robot Horse Corleo: Ride-on AI Horse That Runs on Hydrogen: জাপান বরাবরই রোবট আবিষ্কারে বাকি বিশ্বকে চমকে দিয়েছে। এককথাই রোবটের আবিষ্কারের দুনিয়ায় জাপান বিশ্বের শিক্ষাগুরু বললেই চলে। তার মধ্যে
রোবোটিক ঘোড়া 'কোরলিও', কাওয়াসাকির প্রযুক্তির বিস্ময় বলেই মনে করা হচ্ছে! জাপানের কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ এই চমকপ্রদ রোবোটিক ঘোড়ার ধারণা সামনে এসেছে, যার নাম কোরলিও (Corleo)। সম্প্রতি ওসাকার কানসাই এক্সপো-তে এটি প্রদর্শিত হয়েছে এবং এক নজরেই সবাইকে মুগ্ধ করে দিয়েছে।
কোরলিও হলো একটি দুই সিটের রোবোটিক যান যা চার পা দিয়ে হাঁটে এবং হাইড্রোজেন ফুয়েলে চলে। এর 150cc ক্লিন-বার্নিং হাইড্রোজেন ইঞ্জিন থেকে নির্গত হয় শুধুমাত্র ঠান্ডা জল— যেখানে দূষণ বা গন্ধের কোনো স্থান নেই।
আরও পড়ুন- ৫ ডেটিং অ্যাপে চরম ভোগান্তি, কী ভাবে হ্যাকারদের কবলে আপনার গোপন ছবি?
এই রোবট ঘোড়ার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর কন্ট্রোল সিস্টেম। এতে না আছে অ্যাক্সেলেটর, না ব্রেক। আপনি নিজের শরীরের হালকা মুভমেন্ট দিয়েই এটি চালাতে পারেন। AI vision system-এর সাহায্যে এটি নিজে থেকে উঁচু-নিচু রাস্তা চিনে নেয়। এমনকি লাফ দিয়ে খাদও পার হতে পারে, ঠিক যেন আসল ঘোড়ার মত।
কোরলিওর সর্বোচ্চ গতি হতে পারে ৮০ কিমি প্রতি ঘন্টা, এবং এতে রয়েছে ছোট একটি ডিজিটাল স্ক্রিন যা রাস্তার তথ্য দেয়। যদিও এটি এখনো কনসেপ্ট পর্যায়ে এবং ভিডিওতে দেখা দৃশ্যগুলো CGI ভিত্তিক, তবে কাওয়াসাকি বলছে এটি 2050 সালের মোবিলিটি ভিশনের অংশ।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন আর নতুন ফিচার্সগুলো জানেন না? জেনে নিন লেটেস্ট সুবিধাগুলো
প্রযুক্তির জগতে সবই সম্ভব। XPeng আগে ইউনিকর্ন রোবট এনেছিল শিশুদের জন্য। সে দৃষ্টিকোণ থেকে ২০৩০ সালের মধ্যে এই ধরনের রোবোটিক ঘোড়ার বাস্তব রাইড হয়তো আর কল্পনা থাকবে না, পরিণত হবে বাস্তবে।