KMF Chai Point Partnership: মহাকুম্ভে চা বানাচ্ছে আস্ত রোবট, চোখ কপালে হার্ভার্ডের অধ্যাপকদেরও! ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ। ইতিমধ্যে ১০ কোটি বেশি ভক্ত মহাকুম্ভে পৌঁছেছেন। কুম্ভ মেলা শেষ হবে আগামী ২৬ ফেব্রুয়ারি।
প্রশাসনের আশা মেলায় মোট ৪৫ কোটি পূণ্যার্থী অংশ নেবেন। এর মাঝেই নানান আজব কাহিনী সামনে এসেছে মহাকুম্ভ মেলা থেকে। এবার সামনে এল এমন এক কাহিনী যা আপনার শরীরের শিহরণ জাগাবে। মহাকুম্ভে চা তৈরিতে ব্যবহার করা হচ্ছে আস্ত রোবটকে। যা দেখে রীতিমত তাজ্জব দেশি বিদেশি সকলেই। স্রেফ চা তৈরি নয় তা পরিবেশন করতেও দেখা যাচ্ছে রোবটকে । এই তথ্য দিয়েছেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা নিজেই। তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল 'এক্স'-এ এই তথ্য জানিয়েছেন।
বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া মহাকুম্ভে প্রযুক্তির ব্যাপক ব্যবহার হচ্ছে। প্রতিদিনই সামনে আসছে নিত্যনতুন প্রযুক্তি। সম্প্রতি উবারও মানুষের যাতায়াতের সুবিধার্থে অনেক ই-বাইক মহাকুম্ভে নামিয়েছে । এবার প্রয়াগরাজের মহাকুম্ভ থেকেও একই রকম খবর আসছে। এখন, মহাকুম্ভে রোবটরা চা তৈরি এবং পরিবেশন করছে। এই তথ্য দিয়েছেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা নিজেই। তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল 'এক্স'-এ এই তথ্য দিয়েছেন।
হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপক তরুণ খান্নার একটি ব্লগ পোস্টকে তুলে ধরে আনন্দ মাহিন্দ্রা এই তথ্য দিয়েছেন। তরুণ খান্না বর্তমানে প্রয়াগরাজের মহাকুম্ভে রয়েছেন। যেখানে তারা একটি চায়ের দোকানে গিয়ে দেখেন সেই দোকানে চা তৈরি ও পরিবেশন করছে একটি রোবট। । এই চায়ের দোকান সম্পর্কে তিনি বলেন, এখানকার চা রোবট তৈরি করছে। এর দামও বেশ কম।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার প্রস্তুতি
চাই পয়েন্ট। ইতিমধ্যে কর্ণাটক মিল্ক ফেডারেশনের সঙ্গে পার্টনারশিপে (কেএমএফ) রেকর্ড চা বিক্রি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরির পথে এগোচ্ছে। আশা মহাকুম্ভে ১ কোটিরও বেশি কাপ চা বিক্রি হবে। মহাকুম্ভমেলা হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় বিশ্বাসের কেন্দ্রস্থল। এ বছর ৪০ কোটিরও বেশি ভক্তের আগমনের আশা করা হচ্ছে।